যুবদল নেতাকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ২ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

ঢাকার ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নে পূর্বশত্রুতার জেরে দিনের বেলায় স্ত্রীর সামনে পিটিয়ে সাবেক ইউপি সদস্য বাবুল হোসেনকে (৫০) হত্যার ঘটনায় এজাহারভুক্ত ২ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম।

এর আগে, শনিবার বিকেল ৩টার দিকে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে ও মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গত শুক্রবার দুপুরে কুল্লা ইউনিয়নের মাখুলিয়া গ্রামের হোম টাউন (গ্রিন সিটি) আবাসিক প্রকল্পের একটি ফাঁকা অংশে এ হত্যার ঘটনা ঘটে। রাতে নিহতের স্ত্রী ইয়াসমিন আক্তার বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখসহ ১০ থেকে ১২ জন অজ্ঞাত আসামির বিরুদ্ধে ধামরাই থানায় মামলা করেন।

ধামরাই থানা পুলিশ জানায়, শনিবার মাখুলিয়া এলাকায় সাবেক ইউপি সদস্যকে হত্যার ঘটনায় তদন্তে নামে ধামরাই থানা পুলিশ।এ সময় ধামরাইয়ের কুল্লা ইউনিয়নে ও মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে দুজনকে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে ধামরাই থানার ওসি মো. মনিরুল ইসলাম বলেন, সাবেক ইউপি সদস্যকে হত্যার ঘটনায় শনিবার তার স্ত্রী মামলা করেন।

 

  • গ্রেপ্তার
  • পিটিয়ে হত্যা
  • যুবদল নেতা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।