১৩ বছরের শিশুকে অপহরণের পর ধর্ষণ, গ্রেপ্তার ২ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



চট্টগ্রাম চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা মোড় থেকে ১৩ বছর বয়সী এক শিশুকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে চান্দগাঁও থানার পুরাতন চান্দগাঁও গোলাম আলী নাজির পাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন হাসনাইন (২১) ও আকবর (২৫)।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) আফতাব উদ্দিন বলেন, গত ২১ ফেব্রুয়ারি ৯টার দিকে চান্দগাঁও থানার কাপ্তাই রাস্তার মাথা মোড় থেকে হাসনাইন আরেকজনের সহায়তায় শিশুটিকে অপহরণ করে।

তারা মেয়েটির মুখ চেপে ধরে সিএনজিতে তুলে নিয়ে চান্দগাঁও থানার গোলাম আলী নাজির বাড়ী কলোনিতে এনে আটক করে রাখে। আকবরের রাত ১১টা ৫০ মিনিট থেকে সাড়ে ৩টা পর্যন্ত শিশুটিকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করে হাসনাইন। এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি চান্দগাঁও থানায় একটি মামলা করা হয়।

তিনি বলেন, মামলার পর সোমবার ভোরে চান্দগাঁও থানার গোলাম আলী নাজির পাড়া এলাকায় অভিযান চালিয়ে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

  • অপহরণ
  • গ্রেপ্তার
  • ধর্ষণ
  • শিশু
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।