আরব আমিরাতে হেরে গেল ‘বিদ্রোহী বাংলাদেশ’

Featured Image
PC Timer Logo
Main Logo

প্রথম ম্যাচে আমিরাতের কাছে হারল বাংলাদেশের মেয়েরা

গত এক মাস ধরেই বাংলাদেশ নারী ফুটবল দল রয়েছে আলোচনার কেন্দ্রবিন্দুতে। ১৮ ফুটবলারের ‘বিদ্রোহ’ দলকে নিয়ে গিয়েছিল খাদের কিনারায়। বিদ্রোহী ফুটবলারদের বাদ দিয়েই আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছিল পিটার বাটলারের দল। সাবিনা-ঋতুপর্ণাদের ছাড়া বাংলাদেশ সফর শুরু করল হার দিয়েই। প্রথম প্রীতি ম্যাচে আরব আমিরাতের কাছে ৩-১ গোলে হেরেছে বাংলাদেশের মেয়েরা।

গত ৩০ জানুয়ারি সিনিয়র ১৮ ফুটবলার কোচ বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে অনুশীলন বয়কট করে। এরপর নানা নাটকের পর অবশেষে অনুশীলনে ফিরেছেন তারা। তবে খেলতে রাজি হলেও বিদ্রোহী ফুটবলারদের ছাড়াই আরব আমিরাত সফরের জন্য ২৩ সদস্যের দল ঘোষণা করেন বাটলার।

সাবিনাদের ছাড়া অপেক্ষাকৃত দুর্বল একাদশ নিয়েই আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশন মাঠে খেলতে নেমেছিল বাংলাদেশ। নিয়মিত একাদশের ফুটবলারদের অভাবটা হাড়েহাড়েই টের পেয়েছে দল। প্রথমার্ধে দারুণ লড়াই করেছে বাংলাদেশ। তবে ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় তারা। বাংলাদেশের হয়ে পেনাল্টি থেকে গোল করেন অধিনায়ক আফঈদা খন্দকার।

শেষ পর্যন্ত ৩-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে। আরব আমিরাতের হয়ে জোড়া গোল করেছেন জর্জিয়া। আরেকটি গোল আসে এলিজাবেথের পা থেকে।

আগামী ২ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় প্রীতি ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ।

banglanewsbdhub/এফএম

আরব আমিরাত
বাংলাদেশ নারী ফুটবল দল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।