স্পোর্টস ডেস্ক
১ মার্চ ২০২৫ ১২:৪৩
গ্রুপ পর্বের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় হারে সেমির স্বপ্নতে ধাক্কা লেগেছিল তাদের। পরের ম্যাচেই ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের স্বপ্নের পালে হাওয়া লাগে আফগানিস্তানের। অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে জিতলেই নিশ্চিত সেমি, এমন সমীকরণকে সামনে নিয়েই গতকাল মাঠে নেমেছিলেন তারা। তবে বৃষ্টিতে ভেস্তে গেছে সেই ম্যাচ, বড় ধাক্কা খেয়েছে আফগানরাও। আজ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ওপরেই নির্ভর করছে রশিদ খানদের সেমিতে ওঠার সম্ভাবনা।
৩ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে আছে আফগানিস্তান। বি গ্রুপ থেকে ৪ পয়েন্ট নিয়ে এরই মাঝে সেমি নিশ্চিত করে অজিরা। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকা জিতলেই পৌঁছে যাবে সেমিতে, বাদ পড়বে আফগানরা। এই ম্যাচ বৃষ্টির কারণে ভেস্তে গেলেও বাদ পড়বে আফগানিস্তান।
দক্ষিণ আফ্রিকার সেমিতে যাওয়ার সুযোগ থাকছে ম্যাচ হেরে গেলেও। +২.১৪০ রান রেটে থাকা দক্ষিণ আফ্রিকা অনেকটাই এগিয়ে আছে -০.৯৯০ রান রেটে থাকা আফগানদের চেয়ে।
আফগানিস্তানের পরের রাউন্ডে যাওয়ার সমীকরণটা বেশ কঠিন। ইংল্যান্ড যদি আগে ব্যাটিং করে ৩০০ রান করে, তাহলে দক্ষিণ আফ্রিকাকে হারতে হবে ২০৭ রানের বড় ব্যবধানে। আর প্রোটিয়ারা যদি আগে ব্যাটিং করে ৩০০ রান করে, তাহলে ইংল্যান্ডকে রান তাড়া করতে জিততে হবে ১১.১ ওভারের মাঝেই। তাহলেই কেবল সেমিতে যেতে পারে আফগানিস্তান।
কাগজে কলমে সম্ভাবনা টিকে থাকলেও দারুণ ফর্মে থাকা দক্ষিণ আফ্রিকার এমন বিশাল ব্যবধানে হারাটা প্রায় অসম্ভবই বলা চলে। আফগানিস্তানের সেমিতে খেলার স্বপ্নটা তাই এবারও স্বপ্নই থেকে যাওয়ার সম্ভাবনাই বেশি।
banglanewsbdhub/এফএম