সেমির আগে আবার অস্ট্রেলিয়া স্কোয়াডে পরিবর্তন

Featured Image
PC Timer Logo
Main Logo

অস্ট্রেলিয়া স্কোয়াডে ডাক পেলেন কনোলি

টুর্নামেন্ট শুরুর আগে একের পর এক ইনজুরিতে বেশ কয়েকবার স্কোয়াডে পরিবর্তন আনতে বাধ্য হয়েছিল অস্ট্রেলিয়া। সেমিফাইনালের আগে আবার বিপাকে পড়ল অজিরা। ইনজুরির কারণে চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেছেন ওপেনার ম্যাট শর্ট। শর্টের পরিবর্তে সেমির আগে স্কোয়াডে ডাক পেলেন তরুণ অলরাউন্ডার কুপার কনোলি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাংসপেশীতে চোট পেয়েছিলেন শর্ট। প্রথমে জানানো হয়েছিল, শুধু সেমিতেই খেলতে পারবেন না তিনি। তবে এবার জানা গেল, টুর্নামেন্টে আর মাঠে নামা হচ্ছে না এই ওপেনারের।

শর্টের পরিবর্তে আরেক ওপেনার জ্যাক ম্যাকগ্রুককে স্কোয়াডে নেওয়ার কথা শোনা যাচ্ছিল। শেষ পর্যন্ত ম্যাকগ্রুক নয়, স্কোয়াডে জায়গা করে নিলেন ২১ বছর বয়সী অলরাউন্ডার কনোলি।

বাঁহাতি ব্যাটার ও স্পিনার কনোলি নিজের ক্যারিয়ারে ওয়ানডে খেলেছেন মাত্র ৩টি। এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে ছিলেন শুরু থেকেই। শর্টের ইনজুরিতেই কপাল খুলল তার।

আগামী ৪ মার্চ দুবাইতে ভারতের বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামবে অজিরা। সেই ম্যাচেই মাঠে নামতে পারেন কনোলি।

banglanewsbdhub/এফএম

অস্ট্রেলিয়া
কুপার কনোলি
চ্যাম্পিয়নস ট্রফি
ভারত
ম্যাট শর্ট
সেমিফাইনাল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।