বেনফিকাকে হারিয়ে বার্সার জয়রথ ছুটছেই

Featured Image
PC Timer Logo
Main Logo

গোলের পর রাফিনহার উল্লাস

চ্যাম্পিয়নস লিগে শেষ ৭ ম্যাচেই অপরাজিত ছিলেন তারা। নিজেদের মাঠে অবশ্য শেষ ৫ ম্যাচে জয়ের স্বাদ পায়নি বার্সেলোনা। সেই আক্ষেপ এবার ঘুচল বেনফিকার বিপক্ষে। দ্বিতীয় রাউন্ডের প্রথম লেগে রাফিনহার গোলে বেনফিকাকে ১-০ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এরকধাপ এগিয়ে গেল বার্সা।

ম্যাচের প্রথম ১০ মিনিটের মাঝেই মুহুর্মুহু আক্রমণে বেনফিকাকে হাঁপিয়ে তুলেছিল বার্সা। বেনফিকা কিপারের দারুণ কিছু সেভের সুবাদে এগিয়ে যাওয়া হয়নি কাতালানদের। ২২ মিনিটের মাথায় ধাক্কা খায় বার্সা। পাভলিডিসকে বক্সের বাইরে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন পাউ কুবারসি। ১০ জনের দল নিয়ে এরপর কিছুটা রক্ষণশীল ফুটবল খেলেছে বার্সা। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবেই।

দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ডেডলক ভাঙ্গেন রাফিনহা। রক্ষণভাগের ভুলে বল পেয়ে দারুণ এক শটে বল জালে জড়ান এই ব্রাজিলিয়ান। ৮৩ মিনিটে ম্যাচে ফেরার দারুণ সুযোগ এসেছিল বেনফিকার সামনে। তবে বার্সা কিপার সেজনির কল্যাণে বেঁচে যায় দল। পেনাল্টির আবেদন করেও সেবার হতাশ হয়েছে বেনফিকা। ৯৪ মিনিটে সানচেজের শট দুর্দান্তভাবে সেভ করে আবার বার্সার লিড ধরে রাখেন সেজনি।

শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সা। এই জয়ে চ্যাম্পিয়নস লিগে টানা ৮ ম্যাচে অপরাজিত থাকল কাতালানরা। আগামী ১১ মার্চ বেনফিকার মাঠে হবে শেষ ১৬ এর দ্বিতীয় লেগ।

রাতের অন্য ম্যাচে বেয়ার লেভারকুসেনকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রেখেছে বায়ার্ন মিউনিখ। ৮৭ মিনিটে এলিয়টের করা একমাত্র গোলে পিএসজিকে হারিয়েছে লিভারপুল। ফেইনুর্দকে ২-০ গোলে হারিয়েছে ইন্টার মিলান। এই ৬ দলের সবাই দ্বিতীয় লেগে লড়বে ১১ মার্চ।

banglanewsbdhub/এফএম

চ্যাম্পিয়নস লিগ
বার্সেলোনা
বেনফিকা
রাফিনহা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।