স্পোর্টস ডেস্ক
৮ মার্চ ২০২৫ ১০:৪১
বছর তার ৪০ পেরিয়েছে। তার সময়ের বেশিরভাগ ফুটবলারই এখন অবসর সময় কাটাচ্ছেন। ক্রিশ্চিয়ানো রোনালদো অবশ্য এই ‘বুড়ো’ বয়সেও মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের হয়ে গোল করে আরেকটি মাইলফলক ছুঁয়েছেন রোনালদো। ৩০ বছরের আগে রোনালদো করেছিলেন ৪৬৩ গোল, ৩০ বছরের পরেও ছুঁলেন ৪৬৩ গোল!
আল নাসরের হয়ে গত রাতে সৌদি প্রো লিগের ম্যাচে খেলতে নেমে গোল পেয়েছেন রোনালদো। এই গোলে নিজের ক্যারিয়ারের ৯২৬তম গোলের মাইলফলক ছুঁলেন সিআর সেভেন। গোল পেয়ে রোনালদো গড়েছেন অনন্য এক রেকর্ড।
২০০২ সালে ১৭ বছর বয়সে স্পোর্টিং লিসবনের হয়ে অভিষেক হয়েছিল রোনালদোর। অভিষেকের পর ক্লাব ও জাতীয় দলের হয়ে আলো ছড়ানো রোনালদো ৩০ বছর বয়সে সব মিলিয়ে করেছিলেন ৪৬৩ গোল। ৩০ পার হওয়ার পর যেখানে ফুটবলারদের খেলার ধার কমতে থাকে, সেখানে রোনালদোর গ্রাফ শুধু উপরের দিকেই উঠেছে।
ক্লাব ও পর্তুগালের হয়ে গত ১০ বছরে রোনালদো গড়েছেন একের পর এক রেকর্ড। আল নাসরের যোগ দেওয়ার পর গোলের বন্যা বইয়ে দেওয়া রোনালদো এবার ছুঁয়েছেন ক্যারিয়ারের ৯২৬তম গোলের রেকর্ড। ক্যারিয়ারের প্রথম ১৩ বছরে যে গোল করেছেন, শেষ ১০ বছরে রোনালদো করেছেন ঠিক একই সংখ্যক গোল।
৪৬৩ গোলে ৩০ বছরের পর সবচেয়ে বেশি গোল করা ফুটবলার রোনালদো। হাজার গোলের মাইলফলক ছুঁয়ে আর মাত্র ৭৪ গোল প্রয়োজন তার। যে গতিতে রোনালদো এগিয়ে যাচ্ছেন, অবসরের আগে সত্যিই কি এই অবিশ্বাস্য কীর্তি গড়তে পারবেন তিনি?
banglanewsbdhub/এফএম