ভূঞাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ১৩ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন। এক গ্রুপে রয়েছেন নিকরাইল ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল লতিফ, আরেক গ্রুপে রয়েছেন বিএনপির রিপন। আহতদের মধ্যে পাঁচজনকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও তিনজনকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার (৮ মার্চ) বেলা ৩টার দিকে উপজেলার ল্যাংড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

লতিফ গ্রুপের আহত ব্যক্তিরা হলেন নিকরাইল ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুল লতিফ, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. হোসেন আলী, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নূর আলম তালুকদার, উপজেলা ছাত্রদলের সদস্য সোহানুর রহমান সোহান, শাহজালাল, ইউসুফ আলী, খায়রুল, সজীব ও সবুজ। এদের মধ্যে হোসেন আলী, নূর আলম, সোহাগ, শাহজালাল ও ইউসুফকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অপরদিকে রিপন গ্রুপের রফিকসহ তিনজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

জানা যায়, উপজেলার নিকরাইল ইউনিয়নের বাগানবাড়ি বালুঘাট নিয়ে বিএনপি নেতা আব্দুল লতিফ ও রিপন গ্রুপের মধ্যে বেশ কয়েক দিন ধরে বিবাদ চলে আসছিল। সেই বিবাদ নিরসনের লক্ষ্যে আজ বেলা ৩টার দিকে ল্যাংড়া বাজার এলাকায় উভয় পক্ষকে নিয়ে বৈঠকে বসার কথা ছিল। কিন্তু বৈঠক না হওয়ায় বাড়ি ফিরে যাওয়ার পথে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ১৩ জন আহত হন।

বিএনপির নেতা আব্দুল লতিফ জানান, সালিশ না হওয়ায় আমরা বাড়ি ফিরে যাওয়ার সময় রিপনের লোকজন পূর্বপরিকল্পিতভাবে ইটপাটকেল নিয়ে আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে আমাদের ১০ জন আহত হয়েছেন। এ বিষয়ে আমরা আইনের আশ্রয় নেব।

পাল্টা অভিযোগ করে রিপন বলেন, লতিফের লোকজনই আমাদের ওপর আগে হামলা চালিয়েছে। এতে আমাদের তিনজন আহত হয়েছে।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু বলেন, দুই গ্রুপের বিবাদ নিরসনের লক্ষ্যে সালিশ হওয়ার কথা ছিল। কিন্তু উভয়পক্ষ অনেক লোকজনের সমাগম ঘটায়। পরিস্থিতি খারাপ হওয়ার আশঙ্কায় সালিস স্থগিত করা হয়। পরে বাড়ি ফেরার পথে উভয় পক্ষ সংঘর্ষে জড়ায়। বিষয়টি বসে মীমাংসা করা হবে।

এ বিষয়ে ভূঞাপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • আহত
  • বিএনপি
  • ভূঞাপুর
  • সংঘংর্ষ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।