মুশফিককে সংবর্ধনা দেবে বিসিবি

Featured Image
PC Timer Logo
Main Logo

ওয়ানডে থেকে অবসর নিয়েছেন মুশফিক

দীর্ঘ ১৯ বছরের যাত্রা থামার ঘোষণা দিয়েছেন মুশফিকুর রহিম। আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভরাডুবির পর নিজের ফেসবুক পেজে অবসরের ঘোষণা দিয়েছেন মুশফিক। ফলে তাকে মাঠ থেকে বিদায় সংবর্ধনা দেওয়ার সুযোগ পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

তবে মাঠ থেকে না হলে মুশফিককে বিদায়ী সংবর্ধনা দিতে চায় বিসিবি। মুশফিকের বিদায়ী সংবর্ধনায় বড়সড় একটা আয়োজনের পরিকল্পনা আছে জানালেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

শনিবার (৮ মার্চ) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মুশফিক প্রসঙ্গে কথা বলেছেন বিসিবি বস।

মুশফিককে বিদায়ী সংবর্ধনা দেওয়া হবে কিনা এমন প্রশ্নের উত্তরে ফারুক আহমেদ বলেন, ‘এটা (মুশফিককে বিদায়ী সংবর্ধনা) আমরা পরিকল্পনা করব। এটা তো খুব স্বাভাবিক একটা ঘটনা। মুশফিক তো সম্ভবত দেশের একজন কিংবদন্তি। দীর্ঘ ১৯ বছরের পথপরিক্রমায় বাংলাদেশ ক্রিকেট যে আজকে এই অবস্থায় এসেছে, তার মধ্যে সে অন্যতম একজন নাবিক, যে বাংলাদেশের ক্রিকেটকে পথ দেখিয়েছে।’

‘আমি মনে করতে পারি, ২০০৫ সালে ইংল্যান্ডে খেলা থেকে শুরু করে, পরে ২০০৭ বিশ্বকাপ থেকে এখন পর্যন্ত… সে যে পথটা দেখিয়েছে, তরুণ ক্রিকেটারদের জন্য অনেক বড় ব্যাপার হবে। ক্রিকেট বোর্ড অত্যন্ত কৃতজ্ঞচিত্তে তার সব অর্জন স্মরণ করেছি আমরা। বিসিবি থেকে একটা বার্তা দিয়েছি, আমার লেখা ছিল। আমরা চেষ্টা করব, ক্রিকেট বোর্ড থেকে পরিকল্পনা করব কীভাবে তাকে সংবর্ধনা দেওয়া যায়।’

বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেডর্ক মুশফিক এই মুহূর্তে মোহামেডানের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলছেন। অবসর ঘোষণার পর মুশফিককে ‘গার্ড অব অনার’ দিয়েছেন মোহামেডানের ক্রিকেটাররা।

banglanewsbdhub/এসএইচএস

মুশফিকুর রহিম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।