ইউএসএআইডির ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল করল ট্রাম্প প্রশাসন – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) ৮৩ শতাংশ কর্মসূচি বাতিল করেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। স্থানীয় সময় সোমবার এক্সে এ তথ্য জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর আল জাজিরার। রুবিও বলেন, ৬ সপ্তাহ পর্যালোচনার পর সংস্থার ৫ হাজার ২০০টি চুক্তি বাতিল করা হয়েছে।

এগুলোতে কোটি কোটি ডলার এমনভাবে ব্যয় করা হয়েছে যা মার্কিন যুক্তরাষ্ট্রের মূল জাতীয় স্বার্থের জন্য কাজ করেনি। বরং কিছু ক্ষেত্রে তা মার্কিন স্বার্থের ক্ষতিও করেছে। তবে কোন কোন কর্মসূচি বাতিল হয়েছে তা স্পষ্ট করে বলেনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি জানান, ইউএসএআইডি’র বাকি ১৭ শতাংশ কর্মসূচি এখন থেকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হবে।

আন্তর্জাতিক এই উন্নয়ন সংস্থার বিষয়ে ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপে দরিদ্র দেশগুলো ক্ষতির মুখে পড়বে বলে মত বিশেষজ্ঞদের।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, গত জানুয়ারিতে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা নিয়েই ইউএসএআইডির ওপর খড়গহস্ত হন। তিনি সংস্থাটি ভেঙে দিতে চান। ইউএসএআইডিতে কাটছাঁট পদক্ষেপের একটা বড় অংশ তদারক করছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক।

রুবিওর পোস্টের কয়েক ঘণ্টা পর পোস্ট করেন ইলন মাস্ক। তিনি বলেন, এটা কঠিন, কিন্তু প্রয়োজনীয়। আপনার সঙ্গে কাজ করে ভালো লাগলো। ইউএসএআইডি-এর গুরুত্বপূর্ণ অংশগুলো সর্বদা পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে থাকা উচিত ছিল।

ইউএসএআইডির মাধ্যমে বিশ্বে হাজার হাজার কোটি ডলারের সহায়তা দিয়ে থাকে যুক্তরাষ্ট্র। এর সহায়তা বন্ধের ফলে বিভিন্ন দেশে দরিদ্র জনগোষ্ঠী ক্ষতির মুখে পড়বে বলে মনে করেন অনেকেই।

  • ইউএসএআইডি
  • কর্মসূচি
  • ট্রাম্প প্রশাসন
  • বাতিল
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।