আবার ইনজুরিতে নেইমার, ব্রাজিলের হয়ে খেলা অনিশ্চিত

Featured Image
PC Timer Logo
Main Logo

ব্রাজিলের হয়ে মাঠে নামা অনিশ্চিত নেইমারের

প্রায় দেড় বছর পর ব্রাজিল স্কোয়াডে ফিরেছেন তিনি। তবে বিশ্বকাপ বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেলেন নেইমার। নতুন করে ইনজুরিতে পড়ায় ব্রাজিলের হয়ে মাঠে নামা অনিশ্চিত হয়ে পড়েছে নেইমারের।

২০২৩ সালের অক্টোবরে বাছাইপর্বের ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন নেইমার। সেই চোটের কারণে এক বছরের বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। গত বছরের শেষভাগে ক্লাব ফুটবলে ফিরলেও জাতীয় দলের হয়ে এখনো মাঠে নামা হয়নি তার। সান্তোসের হয়ে দারুণ ফর্মে থাকা নেইমারকে আসন্ন দুই বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের জন্য স্কোয়াডে নিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র।

ব্রাজিলের হয়ে নেইমারকে মাঠে নামতে দেখার অপেক্ষায় সমর্থকরা। তাদের সেই স্বপ্নে এবার বড় ধাক্কা লাগল। সান্তোসের হয়ে সবশেষ ম্যাচের আগে আবার ফিরেছে নেইমারের পায়ের ব্যথা। এতেই সান্তোসের হয়ে মাঠে নামেননি নেইমার। নিজেই জানিয়েছেন, পুরনো ব্যথা আবার ফিরে এসেছে।

নেইমারের এবারের ইনজুরিটা কতোটা গুরুতর, সেটা অবশ্য সান্তোসের পক্ষ থেকে জানানো হয়নি। এই ইনজুরির কারণে আসন্ন কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে নেইমার নামতে পারবেন কিনা, সেটা নিয়েই জেগেছে শঙ্কা।

আগামী ২১ মার্চ কলম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। ২৬ মার্চ ব্রাজিলের প্রতিপক্ষ আর্জেন্টিনা।

banglanewsbdhub/এফএম

নেইমার
বিশ্বকাপ
বিশ্বকাপ বাছাইপর্ব
ব্রাজিল
সান্তোস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।