তামিমের টানা দ্বিতীয় সেঞ্চুরি, মোহামেডানের টানা দ্বিতীয় জয়

Featured Image
PC Timer Logo
Main Logo

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) তামিম ইকবালের ব্যাটে রানের ফোয়ারা চলছেই। আগের ম্যাচে দারুণ একটা সেঞ্চুরি করে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে জিতিয়েছেন তামিম। আজ ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষেও সেঞ্চুরি পেলেন মোহামেডান অধিনায়ক। যাতে মোহামেডান টানা দ্বিতীয় জয় পেয়েছে সহজেই। এদিকে, লিগে দিনের অপর ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে ৮ উইকেটে জিতেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

এই জয়ে এই মুহূর্তে ডিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষে রূপগঞ্জ। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে তিনটিতে জয় পাওয়া দলটির পয়েন্ট ৬। পয়েন্ট টেবিলের দুই ও তিন নম্বরে থাকা আবাহনী লিমিডেট ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের পয়েন্টও অবশ্য ৬। তবে রান রেটে এগিয়ে আছে রূপগঞ্জ।

মোহামেডান স্পোর্টিং ক্লাব-ব্রাদার্স ইউনিয়ন:

সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে আগে ব্যাটিং করতে নেমে মোহামেডানকে বড় টার্গেট দিতে পারেনি ব্রাদার্স। ৪৮.৪ ওভারে গুটিয়ে যাওয়ার আগে ১৮৭ রান তুলতে পেরেছে ব্রাদার্স। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটির হয়ে তিনে নেমে সর্বোচ্চ ৪৩ রান করেছেন ইমতিয়াজ হোসেন। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেছেন আইচ মোল্লা।

মোহামেডানের হয়ে তাইজুল ইসলাম ৪টি ও আবু হায়দার রনি ৩টি উইকেট নিয়েছেন।

জবাব দিতে নেমে তামিম ইকবালের ব্যাটিং ম্যাচটাকে একপেশে করে দিয়েছে। ওপেনিংয়ে নামা মেহেদি হাসান মিরাজকে শুরুতেই হারিয়েছে মোহামেডান। তবে এরপর তামিম ইকবাল আর মাহিদুল ইসলাল অঙ্কন সেভাবে পাত্তাই দেয়নি ব্রাদার্স ইউনিয়নের বোলিং ইউনিটকে।

দ্বিতীয় উইকেট জুটিতে ১৮৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন দুজন। এর মধ্যে সেঞ্চুরি করেন তামিম ইকবাল। দলের জয় নিশ্চিত হওয়ার সময় ৯৬ বল খেলে ৯টি চার ৪টি ছয়ে ১০৫ রানে অপরাজিত ছিলেন তামিম। অপর প্রান্তে মাহিদুল ইসলাম অঙ্কন ৯৬ বল খেলে ৬টি চার ৩টি ছয়ে ৭৫ রানে অপরাজিত ছিলেন।

লিজেন্ডস অব রূপগঞ্জ-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব:

বিকেএসপির চার নম্বর মাঠে ব্যাটিংটা ডুবিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে। দুর্দান্ত ফর্মে থাকা নাঈম শেখ একপ্রান্ত আগলে রেখেছিলেন। ৮৩ বলে ৮১ রান করেছেন নাঈম। তবু দেড়শ পেরুতেই অলআউট প্রাইম ব্যাংক। ২৯.৫ ওভারে ১৫২ রানে গুটিয়ে গেছে প্রাইম ব্যাংক। দলটির পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান করেছেন শাহাদাত হোসেন।

লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে সাইফ হাসান চারটি ও তানজিম হাসান সাকিব তিনটি উইকেট নিয়েছেন।

পরে জবাব দিতে নেমে তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের ফিফটিতে সহজ জয় পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। ওপেনার তামিম মাত্র ৪৯ বল খেলে ৭টি চার ৫টি ছয়ে ৬৮ রান করেন। সৌম্য সরকার ৪০ বলে ৫টি চার ২টি ছয়ে ৫০ রান করে অপরাজিত থাকেন। ২৩.২ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করেছে রূপগঞ্জ।

banglanewsbdhub/এসএইচএস

ডিপিএল
তামিম ইকবাল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।