
‘বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী)’-এর সমন্বয়ক কমরেড মাসুদ রানা এক বিবৃতিতে বলেন, আজ সিপিবি ও বাসদের গণসংগঠন ও সহযোগী সংগঠনগুলোর গণমিছিলের কর্মসূচি কেন্দ্র করে যে পরিস্থিতি উদ্ভূত হয়েছে, তা আশঙ্কাজনক। উক্ত কর্মসূচি প্রতিহত করতে সিপিবির অফিস দখলের ঘোষণা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেবার ও সুপরিকল্পিত মব তৈরি করার ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।
বিবৃতিতে আরও বলা হয়, মতামত প্রকাশের স্বাধীনতা গণঅভ্যুত্থানের অন্যতম স্পিরিট ছিল। অভ্যুত্থানপরবর্তী বাংলাদেশে কোন রাজনৈতিক দলের কার্যালয় দখলের ঘোষণা ও এ ধরণের কর্মকাণ্ডের প্রস্তুতি নেয়া,মব তৈরি করা উদ্বেগজনক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির মারাত্মক ঘাটতিকেই নির্দেশ করে। একই সাথে আমরা মনে করি, এ ধরণের পরিস্থিতি গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে উঠা জনগণের ঐক্যকেই ক্ষতিগ্রস্ত করবে। আমরা প্রত্যাশা করি সরকার এ ব্যাপারে যথাযথ ও প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।