৮৯ রানে অলআউট প্রাইম ব্যাংক, বিজয়দের ৯৪ রানের জয়

Featured Image
PC Timer Logo
Main Logo

প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হঠাৎ কী যেন হলো! ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) নিজেদের প্রথম তিন ম্যাচে ব্যাটিং দাপট দেখিয়েছে দলটি। ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ৪২২ রান তুলে তো রেকর্ডই ভেঙে দিল ক্লাবটি। কিন্তু তারপর থেকে সেই ব্যাটিংই ডুবাচ্ছে প্রাইম ব্যাংককে! আজ বড় ধরনের ব্যাটিং ব্যর্থতায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ৯৪ রানে হেরেছে প্রাইম ব্যাংক।

আগে ব্যাটিং করে ১৮৪ রানের পুঁজি পেয়েছিল গাজী গ্রুপ ক্রিকেটারর্স। ওয়ানডে ফরম্যাটে এই রান খুবই কম। তবু জবাব দিতে নেমে রীতিমতো ভেঙে পড়ল প্রাইম ব্যাংক। মাত্র ৮৯ রানের গুটিয়ে গেছে দলটি।

শনিবার (১৫ মার্চ) সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান-বিকেএসপিতে ১৮৪ রানের জবাব দিতে নেমে প্রথম বলেই উইকেট হারায় প্রাইম ব্যাংক। প্রথম বলেই ক্যাচ তুলে দেন দলটিও ওপেনার সাব্বির হোসেন। তিনে নামা জাকির হাসান খানিক বাদে রান আউট হয়েছেন।

দুর্দান্ত ফর্মে থাকা নাঈম শেখ আজ ফিরেছেন ১৫ রান করে। পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই চার উইকেট হারিয়ে ফেলে প্রাইম ব্যাংক। সেই থেকে নিয়মিত বিরতিতেই উইকেট হারিয়েছে প্রাইম ব্যাংক। শেষ দিকে রিশাদ হোসেন ২১ রান করেছেন। এছাড়া তেমন কেউই সেভাবে রান তুলতে পারেননি।

২৩.২ ওভারে মাত্র ৮৯ রানে গুটিয়ে যায় দলটি। গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে আবু হাশিম তিনটি, পারভেজ জীবন ও লিওন ইসলাম দুটি করে উইকেট নিয়েছেন।

এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে গাজী গ্রুপ ক্রিকেটার্সও সুবিধা করতে পারেননি। শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা দলটির হয়ে বলার মতো একটা ইনিংস খেলেছেন অধিনায়ক এনামুল হক বিজয়। ৪৪ বলে ৫টি চার ১টি ছক্কায় ৪৮ রান করেছেন বিজয়।

এছাড়া আমিনুল ইসলাম বিপ্লব ২৪, আবদুল গফফার সাকলাইন ২৪ ও তোফায়েল করেছেন ২০ রান। শেষ পর্যন্ত ৪৩.৪ ওভারে ১৮৩ রানে গুটিয়ে যায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রাইম ব্যাংকের হয়ে তিনিট করে উইকেট নিয়েছেন নাহিদুল ইসলাম ও আরাফাত সানি।  দুই উইকেট নিয়েছেন রিশাদ হোসেন।

banglanewsbdhub/এসএইচএস

ডিপিএল

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।