পেঁপে দেয়ার কথা বলে শিশুকে ধর্ষণ, বক্করকে পুলিশে দিলেন জনতা – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



নীলফামারীর পলাশবাড়ি পাটোয়ারী পাড়া এলাকায় শিশুকে ধর্ষণের অভিযোগে আবু বক্কর (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মঙ্গলবার (১১মার্চ) দুপুরে শিশুটি স্কুল শেষে মামাবাড়িতে ফেরার পথে আবু বক্কর পেঁপে দেয়ার কথা বলে নিয়ে যায় তার ছোট মেয়ের বাড়িতে। ওই বাড়িতে কেউ না থাকায় শিশুটিকে ধর্ষণ করেন তিনি।

ঘটনাটি কাউকে না জানাতে ভয়ভীতি দেখানো হয় শিশুটিকে। শুক্রবার (১৪ মার্চ) রাতে অসুস্থতা বোধ করলে বিষয়টি তার নানিকে জানায় শিশুটি। পরে তাকে ভর্তি করা হয় নীলফামারী জেনারেল হাসপাতালে। এরই মধ্যে জানাজানি হলে স্থানীয়রা বক্করকে আটক করে পুলিশে খবর দিলে তাকে নিয়ে যাওয়া হয় থানায়। এ ঘটনায় একটি মামলা করেছেন মেয়েটির স্বজনরা।

বিষয়টি নিশ্চিত করে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান সাঈদ জানান, শনিবার (১৫ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে আবু বক্করকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নীলফামারী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আব্দুর রহিম জানান, শিশুটির চিকিৎসা চলছে। পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে।

  • পেঁপে
  • বক্কর
  • শিশুধর্ষণ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।