‘নতুনভাবে শুরুর’ প্রথম ম্যাচেই হোঁচট খেল পাকিস্তান

Featured Image
PC Timer Logo
Main Logo

প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারল পাকিস্তান

বাবর আজম-মোহাম্মদ রিজওয়ানদের ছাড়াই টি-২০তে নতুন শুরুর লক্ষ্যে মাঠে নেমেছিল পাকিস্তান। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে বড় ধাক্কা খেল নতুন পাকিস্তান। ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম ম্যাচে মাত্র ৯১ রানে গুটিয়ে গিয়ে ৯ উইকেটে হেরেছে পাকিস্তান।

বাবর-রিজওয়ানকে ছাড়াই টি-২০ ফরম্যাটে এগিয়ে যাবে দল, দেশ ছাড়ার আগে এমনটাই বলা হয়েছিল পিসিবির পক্ষ থেকে। তারুণ্যনির্ভর পাকিস্তান দল টসে হেরে নেমেছিল ব্যাটিংয়ে। ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে পাকিস্তান। মাত্র ১১ রানের মাঝেই ৪ উইকেট হারিয়ে ধুঁকছিলেন তারা। এরপর সালমান আঘা ও খুশদিল শাহর জুটি দলকে কিছুটা সামাল দিয়েছে।

৫৭ রানের মাথায় আঘা ফিরলে আবার বিপদে পড়ে পাকিস্তান। এক প্রান্তে একাই লড়াই করে গেছেন খুশদিল। ৩০ বলে ৩২ রানে তার ইনিংসটাই পাকিস্তানকে নিজেদের সর্বনিম্ন রানের লজ্জা থেকে বাঁচিয়েছে। শেষ পর্যন্ত মাত্র ৯১ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। তিন অংক ছুঁতে পেরেছেন মাত্র ৩ ব্যাটার। টি-২০ তে এটিই পাকিস্তানের চতুর্থ সর্বনিম্ন স্কোর। বল হাতে কিউইদের সেরা বোলার জ্যাকব ডাফি, ১৮ রানে তিনি নিয়েছেন ৪ উইকেট। ৩ উইকেট পেয়েছেন কাইল জেমিসন।

মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে খুব বেশি হ্যাপা পোহাতে হয়নি নিউজিল্যান্ডকে। টিম সেইফার্তের ২৯ বলে ৪৪, ফিন অ্যালেনের ১৭ বলে ২৯ ও টিম রবিনসনের ১৫ বলে ১৮ রানের সুবাদে ১০ ওভার ১ বলেই পাকিস্তানের দেওয়ার টার্গেট ছুঁয়ে ফেলে নিউজিল্যান্ড। এই টার্গেট ছুঁতে মাত্র এক উইকেট হারিয়েছে তারা।

এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে গেল নিউজিল্যান্ড। আগামী ১৮ মার্চ দ্বিতীয় টি-২০তে মুখোমুখি হবে দুই দল।

banglanewsbdhub/এফএম

পাকিস্তান-নিউজিল্যান্ড

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।