ডিগ্রি রেজাল্ট দেখার নিয়ম জানতে পারবে এ পোস্টের মাধ্যমে। এই পোষ্টের মাধ্যমে শুধু ডিগ্রী এর প্রথম বর্ষের রেজাল্ট নয় বরং ডিগ্রি দ্বিতীয় এবং তৃতীয় বর্ষের রেজাল্ট জানতে পারবে। খুব সহজে কিভাবে ডিগ্রী রেজাল্ট জানতে পারা যায় তার কিছু ধাপ আমরা শেয়ার করেছি।
এই পোস্ট এর সারসংক্ষেপঃ
- ডিগ্রী প্রথম বর্ষের রেজাল্ট দেখার নিয়ম
- ডিগ্রী ২য় বর্ষের রেজাল্ট দেখার নিয়ম
- ডিগ্রী ৩য় বর্ষের রেজাল্ট দেখার নিয়ম
- কিভাবে এসএমএস এর মাধ্যমে শিক্ষার্থীরা ডিগ্রী রেজাল্ট জানতে পারবে।
ডিগ্রি রেজাল্ট দেখার নিয়ম
1) প্রথমেই জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ( www.nu.ac.bd results ) ভিজিট ক্লিক করুন,
2) ডিগ্রী রেজাল্ট দেখার জন্য ডিগ্রী অপশনে ক্লিক করুন,
3) আপনার যে বর্ষ প্রয়োজন ( ১ম,২য়,৩য়, ) অপশনে ক্লিক করুন,
4) সঠিক পরীক্ষার সাল প্রদান করুন,
5) আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং রোল নাম্বারটি বসাতে হবে,
6) এভাবে ডিগ্রি রেজাল্ট অল্প সময়ের মধ্যে বের করতে পারবেন,
7) আপনিযদি ডিগ্রি রেজাল্ট ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোড বাটনে ক্লিক করুন,
বিশেষ দ্রষ্টব্যঃ- উক্ত লিংকে ক্লিক করে সকল তথ্য প্রদান করে, সঠিক নিয়ম মেনে আপনি ডিগ্রী পরীক্ষার ফলাফল দেখুন।
ডিগ্রী ২য় বর্ষের রেজাল্ট দেখার নিয়ম
- এনইউ ডিগ্রি ২য় বর্ষ রেজাল্ট চেক করার ওয়েবসাইট : www.nu.ac.bd/results
- উক্ত ওয়েবসাইটে প্রবেশ করার পর Degree লেখাতে ক্লিক করুন।
- এরপরে সেখানে ২য় বর্ষ লেখাতে ক্লিক করুন।
- তার নিচে আপনার রেজিষ্টেশন নং টাইপ করুন।
- রেজিঃ নম্বর লেখার পরে আপনার পাসের সাল টাইপ করুন।
- উপরের কাজ শেষ হওয়ার পরে একটি ক্যাপচা পূরণ করার বক্স পাবেন সেটি সঠিক ভাবে টাইপ করুন।
- উক্ত সকল তথ্য সঠিক ভাবে পূরণ করার পরে “সার্চ রেজাল্ট” অপশনে ক্লিক করুন।
ডিগ্রী ৩য় বর্ষের রেজাল্ট দেখার নিয়ম
- এনইউ ডিগ্রি ৩য় বর্ষ রেজাল্ট চেক করার ওয়েবসাইট : www.nu.ac.bd/results
- উক্ত ওয়েবসাইটে প্রবেশ করার পর Degree লেখাতে ক্লিক করুন।
- এরপরে সেখানে ৩য় বর্ষ লেখাতে ক্লিক করুন।
- তার নিচে আপনার রেজিষ্টেশন নং টাইপ করুন।
- রেজিঃ নম্বর লেখার পরে আপনার পাসের সাল টাইপ করুন।
- উপরের কাজ শেষ হওয়ার পরে একটি ক্যাপচা পূরণ করার বক্স পাবেন সেটি সঠিক ভাবে টাইপ করুন।
- উক্ত সকল তথ্য সঠিক ভাবে পূরণ করার পরে “সার্চ রেজাল্ট” অপশনে ক্লিক করুন।
মোবাইলে ডিগ্রী রেজাল্ট দেখার নিয়ম?
মোবাইল থেকে SMS করে রেজাল্ট জানা যাবে। এসএমএসে ডিগ্রীর ফলাফল দেখার জন্য এসএমএস অপশনে গিয়ে NUDEG ROLL লেখে ১৬২২২ নম্বরে পাঠিয়ে দেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী ফলাফল দেখার নিয়ম
মেসেজে রেজাল্ট বের করতে হলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখতে হয় NU। এরপরে স্পেস দিয়ে DEG লিখে আবার স্পেস দিয়ে পরীক্ষার রোল নাম্বারটি লিখতে হয় এবং মেসেজ পাঠাতে হয় 16222 নাম্বারে।
উদাহরণ-
NU DEG 123456 এবং মেসেজ পাঠাতে হয় 16222 নাম্বারে
আশা করি এ প্রবন্ধে মূল বিষয়টি বুঝতে আর কোন শব্দের প্রয়োজন নেই। যদি কোন প্রশ্ন থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইটটি ফলো করুন, অন্যান্য তথ্যের বিস্তারিত জানুন।