বাংলাদেশ আর লেস্টার সিটির মধ্যে মিল পান হামজা

Featured Image
PC Timer Logo
Main Logo

২০১৫-১৬ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার রুপকথা এখনও ফুটবল ভক্তদের মুখে মুখে ফেরে। কোচ ক্লদিও রানিয়েরি, তারকা জেমি ভার্ডিদের সেই লেস্টার সিটির হয়েই প্রিমিয়ার লিগ খেলেছেন হামজা চৌধুরী, যিনি এখন অপেক্ষায় আছেন বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের। শিরোপা জেতার সেই মৌসুমে মুল স্কোয়াডে না থাকলেও লেস্টারের ইতিহাস গড়ার গল্পটা ভালোই জানা আছে এই মিডফিল্ডারের। আজ (বুধবার) সংবাদ সম্মেলনেও হামজা জানালেন, বাংলাদেশ আর লেস্টার সিটির মধ্যে বেশ ভালোই মিল পান হামজা।

আগামী ২৫ মার্চ ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ খেলবে বাংলাদেশ। সেই ম্যাচেই অভিষেক হওয়ার কথা হামজার। আগামীকাল ভারতের উদ্দেশ্যে রওনা হবে দল। এর আগে আজ কোচ হাভিয়ের কাবরেরা আর অধিনায়ক জামাল ভুঁইয়ার সাথে নিজের প্রথম সংবাদ সম্মেলনে আসেন হামজা। স্বাভাবিকভাবেই তার দিকে  প্রিমিয়ার লিগ-লেস্টার সিটি সম্পর্কিত প্রশ্ন গিয়েছে।

বাংলাদেশ আর লেস্টার সিটির মধ্যে মিল পান কিনা? যেহেতু দুটোই আন্ডারডগ দল, এই প্রশ্নের জবাবে হামজা বলেন, ‘হ্যাঁ আসলেই অনেকটা মিল আছে দুই দলের (লেস্টার সিটি ও বাংলাদেশ)। আমি অবশ্যই লেস্টার সিটির গল্পগুলো সবাইকে শোনাব সময়মতো, নিজের অভিজ্ঞতাও জানাব। লেস্টারের গল্পও একটা আন্ডারডগ দলের।’

হামজা আরও বলেন, ‘আর জাতি হিসেবে আমরাও গ্রেট। তাই কোনো কিছু অর্জনের প্রশ্নে আমাদের পেছনে ফেরা উচিত না। আমরা যা-ই অর্জন করতে চাই না কেন, সেটা সম্ভব। সেই পর্যায়ে যেতে শুধু পরিশ্রম আর প্রক্রিয়াটার ওপর ভরসা রাখা উচিত।এত তাড়াহুড়া করারও কিছু নেই, ইনশাআল্লাহ আমাদের হাতে অনেক সময় আছে। আমিও বাংলাদেশের হয়ে আরও অনেক বছর খেলব। তো যেটা বলতে চাচ্ছিলাম দুই দলের গল্পেই বেশ মিল আছে। 

হামজার ওপর দল কিংবা ভক্তদের প্রত্যাশা অনেক। কিন্তু দলের কাছ থেকে হামজার কী প্রত্যাশা? সোজাসাপ্টা জবাবেই তিনি জানালেন, তেমন কিছুই প্রত্যাশা করেন না দলের থেকে, ‘সত্যি বলতে দলের কাছ থেকে আমার কোনো প্রত্যাশা নেই। তবে এই দলটা আমি অনেক আশাবাদী। কোচের সাথে গত কয়েক সপ্তাহ ধরেই আমার কথা হচ্ছে, তিনি অনেকগুলো ভিডিও ক্লিপ দেখিয়েছেন আমাকে। আমি আসলে বেশ অবাকই হয়েছি দলটার ট্যাকটিক্যাল সামর্থ্য দেখে। বিশেষ করে প্রতিপক্ষকে যেভাবে আক্রমণ করে।’ 

প্রত্যাশা না থাকলেও সতীর্থদের নিয়ে আশাবাদী হামজা এবং অভিজ্ঞদের কাছ থেকে শিখতে চান তিনি, ‘আমি আশাবাদী দলে কিছু না কিছু তো যোগ করার ব্যাপারে। আমার কোনো প্রত্যাশা নেই। যেহেতু দিন শেষে ভিন্ন একটা লিগ থেকে এসেছি, ভিন্ন ধরনের ফুটবল খেলে আমি অভ্যস্ত। কিন্তু জামালের মতো আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা সম্পন্ন যারা আছে, তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আমার’

banglanewsbdhub/জেটি

জামাল ভূঁইয়া
লেস্টার সিটি
হামজা চৌধুরী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।