সংশোধিত ভার্সনে বিনা কর্তনে ছাড়পত্র পেলো ‘বরবাদ’

Featured Image
PC Timer Logo
Main Logo

শাকিব খান

ঈদের আলোচিত ছবি ‘বরবাদ’। মেহেদী হাসান হৃদয় পরিচালিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান। ছবিটির সংশোধিত ভার্সনকে সেন্সর ছাড়পত্র দিয়েছে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড। banglanewsbdhubকে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ডের সদস্য পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ।

তিনি banglanewsbdhubকে বলেন, ‘আজ মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে আমরা ছবিটি পুনরায় ছবিটি দেখেছি। ছবির আগের ভার্সনের ১২ মিনিট কর্তন করতে বলেছিলাম আমরা। প্রযোজক সে দৃশ্যগুলো সংশোধন করে পুনরায় আবেদন করেছে। এবার আমরা আনকাট ছাড়পত্র দিয়েছি।’

বোর্ডের উপ-পরিচালক মো. মঈনউদ্দীন banglanewsbdhubকে বলেন, ‘ছবির মোট দৈর্ঘ্য ঠিক আছে। কিন্তু আমরা যে দৃশ্যগুলো বাদ দিতে বলেছিলাম সেগুলো তারা বাদ দিয়েছেন।’

আগের দৃশ্য বাদ দিলে কীভাবে মোট দৈর্ঘ্য মিললো? নতুন কোনো দৃশ্য যোগ করা হয়েছে? ‘না, কোনো দৃশ্য যোগ হয়নি। আগে পরে ক্রেডিট লাইন স্লো করে দিয়ে সময় মিলিয়েছে’─বলেন মো. মঈনউদ্দীন।

আগের দৃশ্যগুলো বাদ দেওয়ার ব্যাপারে সেন্সর বোর্ডের সদস্য চলচ্চিত্র প্রযোজক জাহিদ হোসেন banglanewsbdhubকে বলেন, ‘শাকিব খান আমাদের মেগাস্টার। আমরা কেন চাইবো তার একটা ছবি আটকাতে। গতকাল (সোমবার) আমরা যখন ছবিটা দেখি, তখন কিছু দৃশ্য দেখে আমাদের মনে হয়েছে বিকৃত এবং যে ভায়োলেন্স দেখানো হয়েছে তা সমাজে প্রভাব ফেলবে। এখন এসব দৃশ্য থেকে একটা দুটা করে শট ফেলে দিলে ছবির আহমারী ক্ষতি হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা তো এ ইন্ডাস্ট্রিতে আছি বহু বছর ধরে। আমরা তো জানি কোন ভায়োলেন্স কতটুকু রাখতে হবে। নিজেরা তো ছবি পরিচালনা, প্রযোজনা করেছি, নাকি? আমরা চেয়েছি প্রিয়তমা বা অন্যান্য ছবি দিয়ে শাকিবের যে ইমেজ তৈরি হয়েছে, তা সামন্য কয়েকটা শটের জন্য যেন নষ্ট না হয়।’

তিনি জানান, ক্রেডিট লাইন স্লো করার পাশাপাশি পূর্বে আপত্তি জানানো দৃশ্যগুলোর শট বাদ দেওয়া পর যে গ্যাপ তৈরি হয়, সেখানে নতুন কিছু শট যোগ করা হয়েছে। যাতে সেন্সর বোর্ড আপত্তি জানায়নি এবং ছবির মোট দৈর্ঘ্য ২ ঘণ্টা ২৯ মিনিট ঠিক আছে।

জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টা থেকে ছবিটির সেন্সর শো শুরু হয়েছিল। এর আগে থেকে বোর্ডের সামনে বিক্ষোভ করেন শাকিব খান ভক্তরা।

সোমবার (২৪ মার্চ) ‘বরবাদ’ সিনেমাটি দেখে কয়েকটি দৃশ্যে নিজেদের পর্যবেক্ষণ জানান সার্টিফিকেশন বোর্ড সদস্যরা। পর্যবেক্ষণগুলো ঠিক করে পুনরায় চলচ্চিত্র জমা দেওয়ার কথা জানান তারা। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের দেওয়া পর্যবেক্ষণ মেনে মঙ্গলবার পুনরায় ছাড়পত্রের জন্য জমা পড়ে ছবিটি।

ছবিতে শাকিব খানের সঙ্গে জুটি হয়েছেন ইধিকা পাল। আরও অভিনয় করেছেন মামুনুর রশীদ, মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, ভারতের যীশু সেনগুপ্ত প্রমুখ। ছবির একটি গানে পারফর্ম করেছেন নুসরাত জাহান।

banglanewsbdhub/এজেডএস

১২ মিনিট কাটিং
বরবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।