
প্রতীকী ছবি
কুমিল্লার তিতাসে বন্ধুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মোহাম্মদ আলীর বিরুদ্ধে। শুক্রবার (৪ এপ্রিল) বলরামপুর ইউনিয়নের গাজীপুর বাস্তহারা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রুবেল মিয়া (২৭) গাজীপুরের বাস্তহারা এলাকার মৃত আলী মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, রুবেল ও মোহাম্মদ আলী দুজনই মাদকাসক্ত। তারা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু। তারা প্রায় সময়ই একত্রে মাদকসেবন করতেন। শুক্রবার সন্ধ্যায় রুবেলকে নিয়ে মোহাম্মদ আলীর ঘরে মাদকসেবন করতে বসেন। এক পর্যায়ে রুবেলকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেন মোহাম্মদ আলী।
এরপর কিছুক্ষণ পর একজন শিশু ঘরের মধ্যে রক্ত দেখে পাশের লোকজনকে জানালে লোকজন এসে দেখে রুবেলের নিথর মরদেহ ঘরের মেঝে পড়ে আছে। পুরো ঘর রক্তে রক্তাক্ত হয়ে রয়েছে।
এই হত্যাকাণ্ডের বিচার চেয়ে রুবেলের শ্বশুড় মো. দুলাল মিয়া বলেন, ‘রুবেল মাদকসেবন করায় এক বছর ধরে মেয়ে আমার বাড়িতে থাকে। সন্ধ্যায় নামাজের পর শুনতে পাই, রুবেলকে তার বন্ধু কুপিয়ে হত্যা করেছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত মোহাম্মদ আলী ও তার পিতা জয়নাল আবেদীনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।