ভুটানে লিগ খেলতে গেলেন আরও ৫ ফুটবলার

Featured Image
PC Timer Logo
Main Logo

সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়ারা লিগ খেলতে ভুটান গেছেন আরও আগেই। এবার তাদের পথ ধরে থিম্পুর উদ্দেশে দেশ ছেড়েছেন আরও ৫ নারী ফুটবলার।

আজ সকালে ভুটানের ফ্লাইট ধরেছেন সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র, মাসুরা পারভীন ও রুপনা চাকমা। তাদের সাথে ভুটানের লিগে খেলার কথা থাকলেও আজ যেতে পারেননি কৃষ্ণা রানী সরকার। বাফুফে সূত্রে জানা গেছে, মূলত ভুটানের ওয়ার্ক পারমিট হাতে না পাওয়াতেই যাওয়ার জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে তাকে।

ভুটানের নারী লিগ পারো এফসির হয়ে খেলবেন সাবিনা, মনিকা, ঋতুপর্ণা ও মনিকা। মাসুরা পারভীন, রুপনা চাকমাকে দেখা যাবে ট্রান্সপোর্ট ইউনাইটেডের জার্সিতে। একই দলে খেলার কথা কৃষ্ণার। সানজিদা, মারিয়া ও শামসুন্নাহারকে দলে টেনেছে থিম্পু সিটি।

এর আগেও বিদেশি লগে খেলেছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। মালদ্বীপ-ভারতের লিগে খেলেছেন সাবিনা খাতুন, সানজিদাকে দেখা গেছে ইস্ট বেঙ্গলের জার্সিতে।

banglanewsbdhub/জেটি

বাফুফে
বাংলাদেশ নারী ফুটবল দল
সাবিনা খাতুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।