স্পোর্টস করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৫ ২০:৩৯ | আপডেট: ১৬ এপ্রিল ২০২৫ ২৩:০৯
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) এবার বেশ ঢাকঢোল পিটিয়ে নেমেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। তারকাদের হাট বসিয়েছে দলে। তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, তাওহিদ হৃদয় থেকে তাসকিন আহমেদ- কে নেই মোহামেডানে। তারায় ঠাঁসা দলটা এই মুহূর্তে ডিপিএলের পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে। তবু স্বস্তিতে নেই দেশের ঐতিহ্যবাহী ক্লাবটি।
বিশেষ করে অধিনায়কত্ব নিয়ে। ফরচুন বরিশালকে দুবার বিপিএল শিরোপা জেতানো তামিম ইকবালকে অধিনায়ক বানিয়েছিল মোহামেডান। কিন্তু মোহামেডানের নেতৃত্ব দিতে দিতেই অর্থাৎ খেলার মধ্যেই হার্ট অ্যাটাক করে আশঙ্কাজনক অবস্থায় চলে গিয়েছিলেন তামিম। তামিম কবে খেলায় ফিরতে পারবেন বা আদৌও কখনো ক্রিকেটে ফিরতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।
তার অনুপস্থিতিতে তরুণ তাওহিদ হৃদয়কে অধিনায়কত্ব দিয়েছিল মোহামেডান। সেই হৃদয়ও পরেছেন নিষেধাজ্ঞায়। গত শনিবার চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সঙ্গে তর্কের জেরে এক ম্যাচ নিষিদ্ধ হয়েছেন হৃদয়। অর্থাৎ মোহামেডানের পরের ম্যাচটা খেলতে পারছেন না তরুণ ব্যাটার। সে হিসেবে অধিনায়ক হিসেবে নতুন কাউকে খুঁজতেই হবে।
মোহামেডান সূত্র বলছে, মাহমুদউল্লাহর কাঁধে উঠছে সেই দায়িত্ব। আগামী বৃহস্পতিবার লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচ খেলবে মোহামেডান। সেই ম্যাচে মাহমুদউল্লাহর নেতৃত্ব খেলবে ক্লাবটি।
উল্লেখ্য, আসন্ন জিম্বাবুয়ে সিরিজের ক্যাম্পে যোগ দিতে ইতোমধ্যেই চলে গেছেন মোহামেডানে থাকা জাতীয় দলের ক্রিকেটাররা। অর্থাৎ জাতীয় দলের ক্রিকেটারদের ছাড়াই সুপার লিগ খেলতে হবে দলটিকে।
banglanewsbdhub/এসএইচএস