১১ বছরের কিশোরী ৬ মাসের অন্তঃসত্ত্বা, যুবক গ্রেফতার – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে ১১ বছরের এক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণে ৬ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ অভিযোগে আব্দুর রহমান নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে উপজেলার ভবানীপুর গ্রামের পশ্চিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার আব্দুর রহমান উপজেলার শ্রীনগর ইউনিয়নের ভবানীপুর গ্রামে পশ্চিমপাড়া এলাকার বোধাই মিয়ার ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত এক বছর যাবত উপজেলার ভবানীপুর গ্রামের পশ্চিমপাড়ার যুবক আব্দুর রহমান একই এলাকার পার্শ্ববর্তী বাড়ির ভুক্তভোগী কিশোরীকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। কয়েক দিন আগে কিশোরীর পরিবারের লোকজন ধর্ষণের বিষয়টি বুঝতে পারেন। পরবর্তীতে অভিযুক্ত যুবকের বাবা-মাকে ঘটনাটি জানালে তারা এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা এ বিষয়টি সামাজিকভাবে মীমাংসা করার জন্য কয়েক দফা চেষ্টা করেন; কিন্তু অভিযুক্ত যুবক ও তার পরিবারের লোকজন ধর্ষণে অন্তঃসত্ত্বার ঘটনাটি অস্বীকার করেন।

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর ভাই বুধবার রাতে অভিযুক্ত আব্দুর রহমানকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভৈরব থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী জানান, ধর্ষণের অভিযোগ পাওয়ার পরই আমরা অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছি। তাকে কিশোরগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

  • অন্তঃসত্ত্বা
  • কিশোরী
  • গ্রেফতার
  • যুবক
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।