১৪ বছর বয়সে অভিষেক, আইপিএলে বৈভবের অনন্য কীর্তি

Featured Image
PC Timer Logo
Main Logo

মাত্র ১৪ বছর বয়সেই আইপিএলে অভিষেক হয়েছে বৈভবের

আইপিএলের নিলামে যখন রাজস্থান রয়্যালস তাকে ১ কোটি ১০ লাখ রুপিতে দলে নেয়, সবার চোখ তখন রীতিমত কপালে। মাত্র ১৪ বছর বয়সী এক কিশোর কীভাবে এত বাঘা বাঘা প্রতিপক্ষের বিপক্ষে মাঠে নামবে, প্রশ্নটা জেগেছিল সবার মনেই! সেই বৈভব সূর্যবংশী মাঠে নামলেন, নেমেই গড়লেন ইতিহাস। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে খেলতে নেমে আইপিএলে অনন্য এক কীর্তি গড়েছেন এই কিশোর। টুর্নামেন্টের ইতিহাসে তিনিই এখন সর্বকনিষ্ঠ ক্রিকেটার।

বয়স তার মাত্র ১৪ বছর ২৩ দিন। রাজস্থানের হয়ে মাঠে নেমেই রেকর্ড গড়েছেন বৈভব। আইপিএলে তার চেয়ে কম বয়সে এর আগে আর অভিষেক হয়নি কোনো ক্রিকেটারের। বৈভব ভেঙেছেন প্রয়াস রায় বর্মণের। ২০১৯ আইপিএলে বেঙ্গালুরুর হয়ে ১৬ বছর ১৫৭ দিন বয়সে মাঠে নেমে রেকর্ড গড়েছিলেন এই ভারতীয় স্পিনার।

এই তালিকায় প্রয়াসের পরেই আছেন আফগানিস্তানের মুজিবুর রহমান, তার অভিষেক হয়েছিল ১৭ বছর ১১ দিনে। এরপর আছেন রিয়ান পরাগ, অভিষেক হয়েছিল ১৭ বছর ১৫২ দিনে। প্রদীপ সাংওয়ানের অভিষেক হয়েছিল ১৭ বছর ১৭৯ দিনে, সরফরাজ খানের অভিষেক হয়েছিল ১৭ বছর ১৮২ দিনে।

রান তাড়া করতে নামা রাজস্থান ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে মাঠে নামেন বৈভব। নিজের প্রথম বলেই এক্সট্রা কভারের ওপর দিয়ে মারেন দারুণ এক ছক্কা। শেষ পর্যন্ত ৩ ছক্কা ও ২ চারে ২০ বলে ৩৪ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে অভিষেক রাঙিয়েছেন এই কিশোর ব্যাটার।

সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে অভিষেক হওয়ার রাতে আরেকটি মজার কীর্তি গড়েছেন বৈভব। আইপিএল চালু হওয়ার পর জন্ম নেওয়া প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে মাঠে নামার রেকর্ড গড়লেন তিনি। বৈভবের জন্ম ২০১১ সালে, আইপিএল শুরু হয়েছিল ২০০৮ সালে।

banglanewsbdhub/এফএম

আইপিএল ২০২৫
বৈভব সূর্যবংশী

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।