প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র হত্যার ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে মামলা – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের (২৫) ছুরিকাঘাতে নিহতের ঘটনায় ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ত্রিশজনের নামে মামলা করা হয়েছে। গতকাল শনিবার রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবির বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। এজাহারভুক্ত ৮ জনসহ অজ্ঞাত ত্রিশজনের নামে মামলা হয়। আসামি গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

এদিকে আজ রোববার (২০ এপ্রিল) বেলা পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পারভেজের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত করেন ফরেনসিক মেডিসিন বিভাগের চিকিৎসক প্রভাষক ডা. ফারহানা ইয়াসমিন।

এর আগে মরদেহের সুরতহাল সম্পন্ন করেন বনানী থানার উপপরিদর্শক (এসআই) মওদুদ কামাল। তিনি সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, শনিবার বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখমপ্রাপ্ত হন পারভেজ। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর বুকের বাম পাশে একটি জখমের আঘাত রয়েছে।

  • ছাত্র
  • প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়
  • মামলা
  • হত্যা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।