কথা রাখলেন বিজয়, ৫০ সেঞ্চুরিতে প্রথম বাংলাদেশি

Featured Image
PC Timer Logo
Main Logo

ডিপিএলে ১৯তম সেঞ্চুরির পর বিজয়ের উদযাপন

মাস দুয়েক আগের কথা, ক্রিকেটার এনামুল হক বিজয়ের ফেসবুক পেইজে দেখা গেল একটা ছবি। ২০১৪ সালে নিজের ব্যক্তিগত ডায়েরির এক পৃষ্ঠায় লেখা, ‘২০২৫ এর ঐ বছর শেষ হবার আগে আমার সেঞ্চুরি থাকবে ৫০টা।’ ১১ বছর আগে নিজেকে দেয়া সেই প্রতিশ্রুতি আজ পূরণ করলেন এই উইকেট কিপার ব্যাটার। ২০২৫ শেষ হওয়ার আগেই স্বীকৃত ক্রিকেটে প্রথম বাংলাদেশি হিসেবে ৫০-তম সেঞ্চুরি পূর্ণ হলো তার।

বিকেএসপির চার নম্বর মাঠে ডিপিএলের সুপার লিগের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকেটার্সের হয়ে লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে আজ সেঞ্চুরি করে দলকে জিতিয়েছেন বিজয়। তার সেঞ্চুরিতে রুপগঞ্জের দেয়া ২২৪ রানের লক্ষ্য ৯ ওভার হাতে রেখেই টপকে গেছে গাজী গ্রুপ। ১০৫ বলে ১০ চার ও এক ছক্কায় ১১০* রানে অপরাজিত থেকে নেতৃত্ব দিয়েছেন ৭ উইকেটের এই জয়ের ম্যাচে।

স্বীকৃত ক্রিকেটে নিজের ৪৯-তম সেঞ্চুরিটা বিজয় করেছিলেন চলতি বছরের ২৫ মার্চ। গুলশান ক্রিকেট ক্লাবের বিপক্ষে বিকেএসপির একই মাঠে খেলেন ১৪৪ রানের অপরাজিত ইনিংস। আজ ৫০-তম সেঞ্চুরির দেখাও পেলেন একই মাঠে।

বিজয়ের ৫০ সেঞ্চুরির ২৪টি এসেছে প্রথম শ্রেণির ক্রিকেটে। লিস্ট ‘এ’ ক্রিকেটে ২৩টি; যার মধ্যে ১৯টি ডিপিএলে। আর স্বীকৃত টি-টোয়েন্টিতে সেঞ্চুরি সংখ্যা ৩। বিজয়ের আগে স্বীকৃত ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরির দখল ছিল নাঈম ইসলামের কাছে। ৪৬টি সেঞ্চুরি ছিল তার। বিজয় তাকে টপকে গেছেন চলতি বছরের জানুয়ারিতে বিপিএলর চট্টগ্রাম পর্বে সেঞ্চুরি করে।

banglanewsbdhub/জেটি

এনামুল হক বিজয়
ডিপিএল
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।