আরিফিন শুভ জানালেন, আসছেন

Featured Image
PC Timer Logo
Main Logo

প্রায় দুই বছর হতে চললো আরিফিন শুভ পর্দায় নেই। তার ভক্ত-অনুরাগীরা অপেক্ষা করে আছেন কবে তার নতুন ছবি দেখতে পাবেন। অবশেষে শুভ তাদের সে অপেক্ষার প্রহর শেষ করেছেন। ১৯ সেকেন্ডের এক প্রমো প্রকাশ করে জানান দিলেন তিনি আসছেন।

শুভর সেই প্রমোতে দেখা গেছে, নৃশংস এক নির্যাতনের দৃশ্য। যেখানে শুভ একজনের প্রাইভেট পার্টে আগুন ধরিয়ে দিয়েছেন। এমন ভিডিওর পর সতর্কবার্তাও দিয়েছেন শুভ; অনুরোধ রেখেছেন, বাড়িতে বা কোথাও এমন কাজের (ভিডিওর মত) চেষ্টা না করার।

তবে এই ভিডিওটি কিসের সেটা সুনির্দিষ্ট করে জানানি শুভ। সেখানেই প্রশ্ন কী আসছে আরিফিন শুভর? ভিডিওটি শুভ তার পেজে পোস্ট করার পর অনুসারীরা শুভকামনা জানাচ্ছেন। মন্তব্যে তার কামব্যাকের জন্য অভিনন্দন জানাচ্ছেন।

বর্তমানে শুভর হাতে আছে ৫টি প্রজেক্ট আছে। সনি লিভের ‘জ্যাজ সিটি’, চরকির ‘লুহু’, ‘ঠিকানা বাংলাদেশ’, ‘নীলচক্র’ আর ‘নূর’ সিনেমা।

খোঁজ নিয়ে জানা গেছে, শুভর ভিডিও দৃশ্যটি ‘নীলচক্র’ সিনেমার। সাসপেন্স থ্রিলার ঘরানার সিনেমাটি আসছে কোরবানির ঈদে মুক্তি পাবে। যা পরিচালনা করেছেন মিঠু খান।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মন্দিরা চক্রবর্তী, ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ।

আরিফিন শুভ এখন মুম্বাইয়ে ব্যস্ত আছেন তার প্রথম হিন্দি ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’ কাজ নিয়ে।

banglanewsbdhub/এজেডএস

আরিফিন শুভ
আসিতেছে
নীলচক্র

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।