ভারতে নিষিদ্ধ শোয়েব আখতারের চ্যানেল!

Featured Image
PC Timer Logo
Main Logo

শোয়েব আখতার

কাশ্মীর ইস্যুতে দুই দেশের দ্বন্দ্ব পৌঁছে গেছে চরমে। ভারত-পাকিস্তান দ্বন্দ্বের প্রভাবটা অনুমেয়ভাবেই পড়েছে দুই দেশের ক্রীড়াঙ্গনে। এই টানাপোড়নের মধ্যে এবার পড়লেন সাবেক পাকিস্তান ক্রিকেটার শোয়েব আখতার। ভারতে দেখা যাচ্ছে না শোয়েবের জনপ্রিয় ইউটিউব চ্যানেলটি।

‘শোয়েব আখতার ১০০ এমপিএইচ’ নামের ইউটিউব চ্যানেলটি বেশ কয়েক বছর ধরেই চালাচ্ছেন শোয়েব। এখানে ক্রিকেট বিষয়ক নানা আলোচনা বেশ জনপ্রিয় ভারত-পাকিস্তান দুই দেশেই। এই চ্যানেলে আছে প্রায় ৩৮ লাখে অনুসারি। এদের মধ্যে বহু ভারতীয়ও আছেন।

কাশ্মীরের সেই ঘটনার পর ভারত-পাকিস্তান এনে অন্যের ওপর দিয়েছে নানা নিষেধাজ্ঞা। এবার সেই নিষেধাজ্ঞা এলো ইউটিউব চ্যানেলের ওপরেও।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভুয়া তথ্য ও সংবেদনশীল খবর প্রচারের কারণে বেশ কয়েকটি চ্যানেল নিষিদ্ধ করেছে ভারত সরকার। সেগুলো হলো ডন নিউজ, ইরশাদ ভাট্টি, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, দ্য পাকিস্তান রেফারেন্স, জিও নিউজ, সামা স্পোর্টস, জিএনএন, উজাইর ক্রিকেট, উমর চিমা এক্সক্লুসিভ, আসমা শিরাজি, মুনিব ফারুক, সুনো নিউজ এবং রাজি নামা।

নিষিদ্ধ চ্যানেলের তালিকায় শোয়েবের চ্যানেল না থাকলেও আজ থেকে এটা ভারতে দেখা যাচ্ছে না বলেই অভিযোগ করেছেন ভারতে অবস্থিত তার চ্যানেলের অনুসারিরা।

শুধু শোয়েব নন, ভারতে দেখা যাচ্ছে না সাবেক পাকিস্তান ক্রিকেটার রশিদ লতিফ ও বাসিত আলির ইউটিউব চ্যানেলও। নিষিদ্ধ চ্যানেলের তালিকায় না থাকলেও এই চ্যানেলগুলো ঠিক কী কারণে ভারতে দেখা যাচ্ছে না, সেই বিষয়ে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ।

banglanewsbdhub/এফএম

নিষিদ্ধ
ভারত
শোয়েব আখতার

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।