সমালোচকদের তাইজুলের জবাব— তারা খেলা বুঝে না

Featured Image
PC Timer Logo
Main Logo

সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে হেরেছে বাংলাদেশ। অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম সিলেটে ব্যর্থ ছিলেন। তবে চট্টগ্রাম টেস্টের শুরুতেই সেটা পুষিয়ে দিয়েছেন তাইজুল। প্রথম দিনেই ৫ উইকেট তুলে নিয়েছেন বাঁহাতি স্পিনার। ক্যারিয়ারের ১৬তম পাঁচ উইকেট নেওয়ার পর সমালোচকদের একহাত নিলেন তাইজুল।

সিলেট টেস্টে প্রত্যাশা পূরণ করতে না পারার কারণে তাইজুলকে নিয়ে কথা উঠেছিল। সমাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমালোচনাও হয়েছে। তার ওপর ক্ষোভ ঝাড়লেন তাইজুল। বলেছেন মাত্র একটা ম্যাচ দেখে যারা বিচার করে তারা আসলে খেলা বুঝে না।

সিলেটে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে উইকেটশূন্য ছিলেন তাইজুল। দ্বিতীয় ইনিংসে ১৬ ওভারে ৭০ রান খরচ করে নিয়েছিলেন ২ উইকেট। অপর স্পিনার মেহেদি হাসান মিরাজ দুই ইনিংস মিলিয়ে দশ উইকেট নিয়েছেন সেখানে তাইজুলের ২ উইকেট বড্ডই বেমানান ছিল।

তবে চট্টগ্রামে প্রথম দিনেই হতাশা ঝেড়ে ফেলার মতো পারফর্ম করেছেন তাইজুল। প্রথম দিন শেষে জিম্বাবুয়ের সংগ্রহ ৯ উইকেটে ২২৭। তার মধ্যে তাইজুল একাই নিয়েছেন ৫ উইকেট

দিনের খেলা শেষে অভিজ্ঞ স্পিনার বলছিলেন, ‘অবশ্যই সন্তুষ্টির এটা একটা বিষয় (চট্টগ্রামে ছন্দে ফেরা)। কারণ একটা খেলোয়াড় যখন ৫০টা টেস্ট খেলে ফেলবে… তারপর সিলেটে যেমন বল করেছি সেটা ভালো জিনিস না। তারপরেও ফিরে এসেছি এটা ভালো লাগার বিষয়। সবচেয়ে বড় ব্যাপার দলকে সাহায্য করেছি।’

সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে উঠা সমালোচনার প্রেক্ষিতে তাইজুল বলেন, ‘আমার মনে হয় এতগুলো টেস্ট খেলার পর একটা ম্যাচ দেখে যারা সমালোচনা করে আমার মনে হয় না তারা খেলা বোঝে।’

banglanewsbdhub/এসএইচএস

তাইজুল ইসলাম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।