স্পোর্টস করেসপন্ডেন্ট
৩ মে ২০২৫ ১৯:১৩ | আপডেট: ৩ মে ২০২৫ ১৯:১৮
তামিম ইকবালের আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ হয়ে গেছে আগেই। গত ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) খেলা অবস্থায় তামিমের যে ধরনের হার্ট অ্যাটাক হয়েছিল তাতে তিনি আর ক্রিকেটে ফিরতে পারবেন কিনা তা নিয়ে প্রশ্ন। তাহলে পরবর্তী সময়টা কিভাবে কাটবে তামিমের? সম্ভবত ক্রীড়া সংগঠক হয়ে।
তামিমের কার্যক্রমেও এর উত্তর পাওয়া যায়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন সামনেই। এই নির্বাচনে তামিমের অংশ নেওয়ার আলোচনা অনেক পুরনো। তামিমকে নিকট ভবিষ্যতে বোর্ড সভাপতি হিসেবে দেখার আলোচনা শোনা যায়। তামিম নিজেও সম্প্রতি সময়ে ক্রিকেট সংশ্লিষ্ট অনেক বিষয়ে জড়িয়েছেন।
আজ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তামিম। জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনে সেই অনুষ্ঠানে গিয়ে বিসিবির আগামী নির্বাচন নিয়ে কথা বলেছেন তামিম। কাদের বিসিবিতে আসা ভালো কাদের আসা ভালো নয় সে বিষয়ে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক।
তামিম বলেন, ক্রিকেট সম্পর্কে মোটামুটি জ্ঞান আছে তেমন লোকদের বিসিবিতে উঠে আসা দরকার। তাহলে ক্রিকেট নিয়ে তাদের ভাবনাটা বেশি কার্যকর হবে।
তামিম বলেন, ‘ক্রিকেট বোর্ডে কারা আমাদের পলিসি মেকার? কারা আমাদের ডিসিশন মেকার? কারা আমাদের রিপ্রেজেন্ট করছে? যারা বোর্ড পরিচালক, তাদের স্বপ্ন কী আমাদের নিয়ে। তাদের ক্রিকেটিং আন্ডারস্ট্যান্ডিং কী আমাদের নিয়ে। এগুলো প্রতিটি জিনিস জড়িত থাকে বাংলাদেশের ভালো খেলা, জেতা, ভালো না খেলা, সবকিছুর সঙ্গে।’
‘আমি ছোট হয়ে আপনাদের একটা জিনিস অনুরোধ করব—যারা যোগ্য ক্রিকেট বোর্ডকে প্রতিনিধিত্ব করার জন্য, জেলা থেকে হোক বা বিভাগ থেকে হোক…যাদের বেসিক ক্রিকেটিং আইডিয়া আছে, যাদের একটা স্বপ্ন আছে যে আমি বাংলাদেশ ক্রিকেটকে এই জায়গায় নিয়ে যেতে চাই, আমি অনুরোধ করব তাদেরই নির্বাচিত করুন।’-যোগ করেছেন সাবেক অধিনায়ক।
যারা নিজের এলাকায় খেলাধুলার উন্নতি করতে পারবেন সেই সমস্ত লোক বোর্ডে উঠে এলে সেটা ভালো বলেছেন তামিম। সাবেক অধিনায়ক বলেন, ‘ক্রিকেটকে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় খেলা মনে করি। অন্যান্য খেলার প্রতি শ্রদ্ধা রেখেই এটা বলছি। তবে সবচেয়ে বড় খেলায় যদি এমনটা হয়, কেউ যদি নিজের জেলা-বিভাগে ক্রিকেটে উন্নতি না করে তাহলে তার বোর্ডে আসা প্রয়োজন নেই।’
জাতীয় ক্রীড়া পরিষদ মিলনায়তনের এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমেদ। এ ছাড়া ছিলেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামও।
banglanewsbdhub/এসএইচএস