ফোক নয়, রোমান্টিক গানে হাজির নাদিয়া ডোরা

Featured Image
PC Timer Logo
Main Logo

‘চল প্রেমে পুড়ে যাই, ভালোবেসে উড়ে যাই, হৃদয় গহনে এই মন গহীনে দু’জনে মিলে হবো ছাঁই’-এমন কথায় নতুন গান নিয়ে এলেন সংগীতশিল্পী নাদিয়া ডোরা। অটমনাল মুনের কথা-সুর ও সংগীত পরিচালনায় রোমান্টিক গানটিতে কণ্ঠ দেয়ার পাশাপাশি মডেল হিসেবেও ধরা দিয়েছেন ডোরা।

নতুন গান প্রকাশের উচ্ছ্বাসে ভাসছেন ডোরা। শ্রোতাদের কাছ থেকে পাওয়া প্রশংসাও তাকে ভাসিয়ে নিচ্ছে নতুন এ সৃষ্টির অনুপ্রেরণায়। গানটি প্রসঙ্গে অটমনাল মুন বলেন, “এ গানটা করে যখন ডোরাকে পাঠালাম, ও দারুণ পছন্দ করলো। এ গানটা যে জনরার তাকে চিলস স্টেপ বলে। গানটিতে অন্যান্য মিউজিকের পাশাপাশি ইলেক্ট্রিক গিটার, অ্যাকুইস্টিক গিটার, ইলেক্ট্রনিক ইন্সট্রুমেন্ট মিক্স করে আমার সিগনেচারটা রেখেছি। গানটিতে সুদিং যে সাউন্ডটা তৈরি করেছি এটা শ্রোতাদের জন্য একটা সুন্দর ট্রিপের মতো অভিজ্ঞতা দিবে। আশা করছি গানটি শ্রোতাদের কাছে ধীরে ধীরে পৌঁছে যাবে।”

মুলত ফোক গানে সবাই নাদিয়া ডোরাকে চিনলেও ডোরা এবার একটু অন্যরকম করেই ধরা দিলেন। তিন বছর রোমান্টিক গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন তিনি।

ডোরা বলেন, “আমার পক্ষ থেকে এটা ভক্তদের জন্য উপহার। আমি যে সবসময় ফোক গাই তা নয়, আমি যে রবীন্দ্রসংগীত গাই বা আধুনিক গানও গাই এ ম্যাসেজটাই ভক্তদের দিতে চেয়েছি এ গানের মধ্য দিয়ে। রূপ বদলে নতুন রূপ নিয়ে হাজির হলাম। ভালোবাসার এ গানে আমার ভয়েজের একটা ডিফরেন্ট আঙ্গিক ধরা পড়বে শ্রোতাদের কানে। মডেল হিসেবে অভিনয়ও করেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে গানটা।”

গানের শুটিং হয়েছে প্রকৃতি সমৃদ্ধ নেপালে। গানটি প্রকাশ করেছেন জি সিরিজ। নিয়মিত স্টেজ শো, নিজের ব্যান্ড প্যান্ডডোরা ও নতুন নতুন সলো গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন ডোরা।নাদিয়

banglanewsbdhub/এজেডএস

নাদিয়া ডোরা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।