ফ্যাসিস্টদের সঙ্গে আমার সম্পর্ক নেই: বিসিবি সভাপতি

Featured Image
PC Timer Logo
Main Logo

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদকে নিয়ে সম্প্রতি নানান কথা বাতাসে ভাসছে। এসব আলোচনার মধ্যেই নিজের অবস্থান বিষয়ে মন্তব্য করেছেন বিসিবি সভাপতি। বলেছেন ফ্যাসিস্টের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।

আজ (শনিবার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় বিভাগ বাছাইয়ের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষে এমন কথা বলেন বিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘এসব বানানো আমার ফ্যাসিস্টের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ফ্যাসিস্ট রেজিমের সঙ্গে যদি সম্পর্ক থাকত, আমি আজকে আপনার সামনে দাঁড়িয়ে কথা বলতাম না। আমি কিন্তু (বিসিবি) প্রেসিডেন্ট এই নতুন সরকারের। এটা আপনাদের বুঝতে হবে। নতুন সরকার যদি দেখত বিন্দুমাত্র সংশ্লিষ্টতা আছে (সর্বশেষ সরকারের সঙ্গে) আমার, তাহলে কিন্তু আমি এখানে আসতাম না আজকে।’

সামনেই বিসিবির নির্বাচন। ফারুক আহমেদ ইতোমধ্যেই ঘোষণা দিয়েছেন নির্বাচনে তিনিও অংশ নিবেন। বিসিবি সভাপতির পদে অনেকেই বসতে চান। সে জন্যও তার বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানো হতে পারে বলেছেন ফারুক আহমেদ।

তিনি বলেন, ‘ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হতে অনেকের অনেক ইন্টারেস্ট। তারাও হতে পারে। ভালো কাজগুলো নিচে পড়ে যায় এসব বাইরের প্রভাবে। আমরা ভালো কাজের প্রশংসা করব, খারাপ কাজেরও সমালোচনা হবে। আমার মূল দায়িত্ব বাংলাদেশ ক্রিকেটকে এগিয়ে নেওয়া, ওইগুলোতে যে আমার ত্রুটিগুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করব, তারপর বাকি কাজ।’

banglanewsbdhub/এসএইচএস

ফারুক আহমেদ
বিসিবি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।