
প্রতীকী ছবি
যশোরে শত্রুতার জের ধরে মোহাম্মদ আলী বক্স (২২) নামে এক যুবককে বোমা মেরে ও ধারালো দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। শনিবার (০৪ মে) রাত ১০টার দিকে যশোর সদর উপজেলার কৃষ্ণবাটি গ্রামের জামিয়ানা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। আহত মোহাম্মদ আলী বক্স কৃষ্ণবাটি গ্রামের বাবু বক্সের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মোহাম্মদ আলী বক্সের সাথে একই এলাকার মাহিম, হাফিজুর ও মিজানের পূর্ব বিরোধ ছিল। আজ রাত ১০টার দিকে মাহিমসহ অন্যরা মোহাম্মদ আলী বক্সকে কৌশলে মাদ্রাসার সামনে ডেকে নিয়ে যায়। ঘটনাস্থলে পৌঁছানোর পর তারা প্রথমে মোহাম্মদ আলীকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। আহত হয়ে পড়ে গেলে হামলাকারীরা তাকে ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। এতে তার বাম হাত বিচ্ছিন্ন হয়ে যায় এবং পায়ের রগসহ শরীরের বিভিন্ন অংশে গুরুতর জখম হয়।
স্থানীয় পথচারীরা দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেছেন।
এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আবুল হাসনাত জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। এ ঘটনায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। জড়িতদের আটকে অভিযান শুরু হয়েছে।