‘সেরা মানবিক ছবি’র জন্য মনোনীত ‘মাস্তুল’

Featured Image
PC Timer Logo
Main Logo

৪৭তম মস্কো আন্তর্চাতিক চলচ্চিত্র উৎসবে ‘স্পেশাল মেনশন’ অর্জনের পর আরো একটি সুসংবাদ দিলো ‘মাস্তুল’। সেপ্টেম্বরে স্পেনে অনুষ্ঠিতব্য একটি উৎসবে ‘সেরা মানবিক ছবি’র জন্য মনোনয়ন পেয়েছে মোহাম্মদ নূরুজ্জামানের এই ছবি।

১ সেপ্টেম্বর থেকে স্পেনের মাদরিদ শহরে বসছে ইমাজিনইন্ডিয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-এর ২৪তম আসর। আর সেখানেই ‘সেরা মানবিক চলচ্চিত্র’-এর জন্য ‘লাইফ অ্যাওয়ার্ড’ বিভাগে মনোনীত হয়েছে ‘মাস্তুল’। ইমাজিনইন্ডিয়ার ওয়েব সাইটে এ নিয়ে একটি সংবাদ বিবৃতিও প্রকাশ করে।

নির্মাতা জানিয়েছেন, মস্কোতে ‘মাস্তুল’-এর প্রিমিয়ারের পর বহু জায়গা থেকেই সিনেমাটি নিয়ে আগ্রহ দেখাচ্ছেন। চলচ্চিত্র আসরটি চলবে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত।

এই উৎসবে যোগ দিতে আমন্ত্রণও পেয়েছেন নির্মাতা। সব ঠিক থাকলে সেপ্টেম্বরে স্পেনের উদ্দেশে যাত্রা করবেন বলেও জানান।

জলে ভাসমান জাহাজীদের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘মাস্তুল’। সিনেমাটিতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপক সুমন, আমিনুর রহমান মুকুল, আরিফ হাসান, সিকদার মুকিত, সিফাত বন্যা প্রমুখ। ছবিটির ডিজিটাল ডিস্ট্রিবিউশন ও প্রমোশনে আছে টঙঘর টকিজ।

দেশে মুক্তির বিষয়ে নির্মাতা জানান, স্পেনের ইমাজিনইন্ডিয়া উৎসবে যোগ দেয়ার আগেই দেশের দর্শকদের ‘মাস্তুল’ দেখাতে চাই। সেভাবেই পরিকল্পনা চলছে।

banglanewsbdhub/এজেডএস

মাস্তুল
সেরা মানবিক সিনেমা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।