
প্রতীকী ছবি
রাজধানীর খিলগাঁওয়ের ভূঁইয়াপাড়ায় একটি ভবনের লিফটের খালি জায়গা থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম রাজন ইসলাম (২৫)। তিনি পাশের একটি নির্মাণাধীন ভবনে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিলেন। শনিবার বেলা ১১টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ হোসেন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। ময়নাতদন্তের জন্য রাজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। তাঁর গ্রামের বাড়ি ভোলায়।
রাজনের ভাই কামরুল ইসলাম ঢাকা মেডিকেলে বলেন, তার ভাই ভূঁইয়াপাড়ার যে নির্মাণাধীন ভবনে নিরাপত্তারক্ষীর দায়িত্ব পালন করতেন, সেখানকার একটি ভবনের লিফটের ফাঁকা জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত বৃহস্পতিবার থেকে তার ভাই নিখোঁজ। পরে সন্ধান চেয়ে খিলগাঁও থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। আজ তাঁর ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
কামরুল ইসলাম আরও বলেন, মোল্লা আমিন নামের এক ব্যক্তি গত বুধবার সকালে তার ভাই রাজন যে নির্মাণাধীন ভবনে চাকরি করতেন, সেখানে গিয়েছিলেন। পরে দুজনের মুঠোফোন চুরি হয় বলে দাবি করা হয়। রাজন মুঠোফোন চুরির সঙ্গে যুক্ত বলে মোল্লা আমিন সন্দেহ করেন। এ নিয়ে তার ভাইয়ের সঙ্গে আমিনের কথা-কাটাকাটি হয়।