বাংলাদেশি পাসপোর্ট পেলেন সামিত, মাঠে নামবেন কবে?

Featured Image
PC Timer Logo
Main Logo

বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন সামিত

হামজা চৌধুরীর মতো তিনিও স্বপ্ন দেখছেন বাংলাদেশে লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নামার। কানাডায় জন্ম নেওয়া বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার সামিত সোম দেশের হয়ে খেলার পথে আরেকধাপ এগিয়ে গেলেন। আজ বাংলাদেশ ফুটবল ফেডারেশন( বাফুফে) নিশ্চিত করেছে, বাংলাদেশি পাসপোর্ট পেয়েছেন সামিত।

২৭ বছর বয়সী সামিত কানাডার হয়ে ২০২০ সালে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলেন। তবে সেগুলো ছিল আনঅফিশিয়াল ম্যাচ। কানাডার ঘরোয়া লিগে খেলা সামিত এবার আন্তর্জাতিক ফুটবলে পা রাখার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। শুরু থেকেই সামিত খেলতে চাইছেন বাংলাদেশের হয়ে।

হামজার মতো সামিতও প্রথমে বাংলাদেশি পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন। মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই তৈরি হয়ে গেছে সামিতের ই-পাসপোর্ট, বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম এক বিবৃতিতে আজ এটি নিশ্চিত করেছেন।

আগামী ৬ মে সামিত ও তার বাবা-মায়ের সকল কাগজপত্রসহ ফিফায় আবেদন করবে বাফুফে। ফিফা সবুজ সংকেত দিলেই বাংলাদেশের হয়ে খেলতে পারবেন সামিত। হামজার সময় এই ছাড়পত্র এসেছিল প্রায় তিন মাস পর।

তবে সামিত যেহেতু কানাডা জাতীয় দলের কোনো পর্যায়েই অফিশিয়াল ম্যাচ খেলেননি, তাই তার ছাড়পত্র আসতে খুব বেশি সময় লাগবে না বলেই আশা করা হচ্ছে।

যদি ৩ জুনের আগেই ছাড়পত্র পেয়ে যান সামিত, তাহলে ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচেই জাতীয় দলের হয়ে অভিষেক হতে পারে তার।

banglanewsbdhub/এফএম

পাসপোর্ট
বাংলাদেশ ফুটবল
সামিত সোম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।