ইউরোপিয়ান গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে কে?

Featured Image
PC Timer Logo
Main Logo

গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে ইয়োকেরেস

ইউরোপজুড়ে প্রতি মৌসুমেই চলে ক্লাব ফুটবলের জমজমাট লড়াই। মৌসুম শেষে সব লিগ মিলিয়ে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয় গোল্ডেন বুট। এবারের মৌসুমের শেষপ্রান্তে এসে গোল্ডেন বুটের লড়াইয়ে এগিয়ে আছেন কারা?

এই মৌসুমের শুরু থেকেই গোল্ডেন বুট জয়ের জন্য ত্রিমুখী লড়াই চলছে। স্পোর্টিং লিসবনের ভিক্টর ইয়োকেরেস, লিভারপুলের মোহাম্মদ সালাহ ও বার্সেলোনার রবার্ট লেভানডস্কির মধ্যেই চলছে মূল লড়াই।

এবারের মৌসুমে দুর্দান্ত ফর্মে আছেন পর্তুগিজ লিগের স্পোর্টিং লিসবনের সুইডিস ফরোয়ার্ড ইয়োকেরেস। ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড এখন পর্যন্ত লিগে করেছেন ৩৮ গোল। ইউরোপিয়ান লিগের ক্যাটাগরিতে পর্তুগিজ লিগ দ্বিতীয় সারিতে থাকায় প্রতি গোলের জন্য ১.৫ পয়েন্ট পাচ্ছেন ইয়োকেরেস। ৩৮ গোলে তাই ইয়োকেরেসের পয়েন্ট ৫৭।

২৮ গোল করে দ্বিতীয় স্থানে আছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের মোহাম্মদ সালাহ। প্রতি গোলের জন্য ২ পয়েন্ট পেয়ে তার মোট পয়েন্ট এখন ৫৬।

২৫ গোল করে বার্সার লেভানডস্কির পয়েন্ট ৫০। ২৪ গোল করে বায়ার্ন মিউনিখের হ্যারি কেইনের পয়েন্ট ৪৮। ২৪ গোলে ৪৮ পয়েন্ট নিয়ে লেভানডস্কির পাশেই আছে রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপে।

ইয়োকেরেস ও সালাহর হাতে এখনো বাকি তিন ম্যাচ। ইনজুরিতে থাকা লেভানডস্কি বার্সার বাকি ৪ ম্যাচের কয়টিতে মাঠে নামতে পারবেন, সেটা এখনো নিশ্চিত নয়। কেইনের হাতে আছে আর দুটি ম্যাচ। এমবাপের বাকি আর ৪ ম্যাচ

গত মৌসুমে ইউরোপিয়ান গোল্ডেন বুট জিতেছিলেন বায়ার্ন মিউনিখের হ্যারি কেইন।

banglanewsbdhub/এফএম

ইউরোপিয়ান গোল্ডেন বুট
ভিক্টর ইয়োকেরেস
মোহাম্মদ সালাহ
রবার্ট লেভানডস্কি
হ্যারি কেইন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।