রাজধানীর ফার্মগেটে কলেজশিক্ষার্থীকে ছুরিকাঘাত – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



প্রতীকী ছবি

রাজধানীর তেজগাঁও থানাধীন ফার্মগেট এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো. জুনায়েদ হোসেন ভূঁইয়া জয় (২৩) নামে এক কলেজ শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে ফার্মগেট ক্যাপিটাল মার্কেটের সামনে ছুরিকাঘাত করা হয় তাকে।

জয়কে গুরুতর আহত অবস্থায় রাত ৯টা ৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক।

ছুরিকাহত জুনায়েদ হোসেন নোয়াখালীর সেনবাগ উপজেলার কেদার গ্রামের জাকির হোসেন ভূঁইয়ার ছেলে। বর্তমানে ধানমন্ডির শুক্রাবাদ এলাকায় ভাড়া থাকেন। তিনি তেজগাঁও কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী বলে জানিয়েছে স্বজনরা।

আহত শিক্ষার্থীর বাবা জাকির হোসেন বলেন, রাতের দিকে ফার্মগেট ক্যাপিটাল মার্কেটের সামনে দিয়ে বাসায় ফিরছিল আমার ছেলে। এ সময় এক দুর্বৃত্তের সাথে কথা কাটাকাটির একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে পেটে আঘাত করে পালিয়ে যায়। পরে আমার ছেলে নিজেই রিকশায় করে ঢাকা মেডিকেলে এসে আমাদের খবর দেয়। পরে আমরা জরুরি বিভাগে এসে জানতে পারি অতিরিক্ত রক্তক্ষরণে আমার ছেলের অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, রাতের দিকে ফার্মগেট থেকে রক্তাক্ত জখম অবস্থায় ওই শিক্ষার্থীকে হাসপাতালে আনা হলে জরুরি বিভাগে তার চিকিৎসার ব্যবস্থা করা হয়। অতিরিক্ত রক্তক্ষরণে তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন দায়িত্বরত চিকিৎসক। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানিয়েছি।

  • কলেজশিক্ষার্থী
  • ছুরিকাঘাত
  • ফার্মগেট
  • রাজধানী
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।