
প্রতীকী ছবি
চট্টগ্রামের সীতাকুণ্ডের সলিমপুর ইউনিয়নের জঙ্গল সলিমপুরে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষের চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ফাঁকা গুলি ছুড়েছে একটি পক্ষ। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে এস এম পাইলট উচ্চবিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
খবর পেয়ে সীতাকুণ্ড থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে জামায়াতের আহত তিন নেতাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় বিএনপিরও এক কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আহত ব্যক্তিদের মধ্যে জামায়াতের তিনজন হলেন উপজেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলী, ইউনিয়ন জামায়াতের নেতা মোহাম্মদ আলী ও আবদুস সালাম।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে একই সময়ে জঙ্গল সলিমপুরে বিএনপি ও জামায়াতের পৃথক দুটি সভা ছিল। জঙ্গল সলিমপুর এস এম পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জামায়াতের নেতা শহিদুল ইসলামের ওপর হামলার প্রতিবাদে বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে একটি প্রতিবাদ সভার আয়োজন করে সলিমপুর ইউনিয়ন জামায়াত। ওই বিদ্যালয়ের কিছুটা দূরে একটি মাদ্রাসায় বিএনপির একটি প্রস্তুতি সভা ছিল। সে সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরীর উপস্থিত থাকার কথা ছিল। উভয়পক্ষের নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে যাওয়ার পথে মুখোমুখি হলে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঁটা নিয়ে পাল্টাপাল্টি হামলা করে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা জানান, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, হামলার সময় ফাঁকা গুলি ছোড়ার শব্দ শুনেছেন তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জামায়াতের আহত তিন নেতাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বিএনপির এক কর্মী আহত হওয়ার খবর পেলেও তারা ঘটনাস্থলে পাননি। এ ঘটনা থানায় কোনো মামলা করা হয়নি বলে জানান তিনি।