স্পোর্টস ডেস্ক
১০ মে ২০২৫ ১৩:২১
বুন্দেস লিগায় রূপকথা, অপরাজিত যাত্রা, হারানো জৌলুস ফিরে পাওয়া; লেভারকুসেন এসব কিছুর দেখাই পেয়েছে কোচ জাবি আলোনসোর অধীনে। গত মৌসুমে দায়িত্ব নিয়ে কী এক জাদুর ছোঁয়ায় যেন জার্মান ক্লাবটাকে বদলে দিলেন এই স্প্যানিশ কোচ। অবশেষে লেভারকুসেনের হয়ে রূপকথার গল্প লেখা আলোনসো ছাড়ছেন ক্লাবের দায়িত্ব। জোর সম্ভাবনা কার্লো আনচেলত্তির জায়গায় রিয়াল মাদ্রিদের কোচ হচ্ছেন সাবেক এই স্প্যানিশ ফুটবলার।
বিবিসি, স্কাই স্পোর্টস ও ট্রান্সফার মার্কেটের সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর মতে, খুব জলদিই আলোনসোকে দেখা যাবে রিয়াল মাদ্রিদের ডাগ আউটে। তবে ঠিক কবে নাগাদ ঘোষণা আসতে পারে, সেটা এখনও নিশ্চিত নয়। মূলত কার্লো আনচেলত্তি মাদ্রিদ ছেড়ে ব্রাজিলের কোচের দায়িত্ব নিতে চাওয়াতেই আলোনসোর দিকে হাত বাড়িয়েছে স্প্যানিশ ক্লাবটি।
গত মৌসুমে লেভারকুসেনের পূর্ণকালীন কোচ হিসেবে দায়িত্ব পান আলোনসো। দলকে করেছেন অপরাজিত চ্যাম্পিয়ন, সাথে জিতিয়েছেন জার্মান কাপও। চলতি মৌসুমে আর মাত্র দুটি ম্যাচে লেভারকুসেনের কোচ হিসেবে দেখা যাবে আলোনসোকে। আগামীকাল ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচের পর শেষ ম্যাচে তার প্রতিপক্ষ মাইঞ্জ।
banglanewsbdhub/জেটি