আদরের জন্মদিনে ‘টগর’ ঝলক

Featured Image
PC Timer Logo
Main Logo

‘ইমামি ফেয়ার হ্যান্ডসাম’ প্রতিযোগিতা থেকে উঠে আসা চিত্রনায়ক আদর আজাদ এরইমধ্যে ‘তালাশ’, ‘লোকাল’ ও ‘লিপস্টিক’-এর মতো ছবির মাধ্যমে নিজের অভিনয়দক্ষতার প্রমাণ রেখেছেন। শনিবার (১০ মে) তার জন্মদিনে বিশেষ উপহার হিসেবে পাওয়া গেল আসন্ন সিনেমা ‘টগর’-এর প্রথম ঝলক।

আদর বলেন, “টগর টিমের পক্ষ থেকে সিনেমার গ্লিমস উপহার হিসেবে পেয়ে আমি অভিভূত। এটাই চেয়েছিলাম—ভালোবাসা ও শুভেচ্ছা। কাছের-দূরের সবাই সামাজিক মাধ্যমে ও ফোনে শুভেচ্ছা জানিয়েছেন, সবার প্রতি কৃতজ্ঞ।”

জন্মদিনটি পরিবারের সঙ্গে কাটানোর কথা জানিয়ে তিনি বলেন, “আমি সাধারণত জন্মদিন উদযাপন করি না। কিন্তু এবার ফ্যামিলির জন্য ব্যতিক্রম। ঢাকার পাশের এক জায়গায় আমরা পিকনিক মুডে সময় কাটাচ্ছি। সবাই মিলে দিনটাকে বিশেষ করে তুলেছে।”

আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে আদর আজাদ ও পূজা চেরী অভিনীত ‘টগর’, পরিচালনায় আলোক হাসান। ছবির পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে, বাকি শুধু একটি গানের দৃশ্যায়ন। আদরের ভাষায়, “অ্যাকশন ঘরানার এই ছবিতে গান ও পারফর্মেন্স দর্শকদের আকর্ষণ করবে। আমাদের দেড়শ জনের টিমের মধ্যে দারুণ স্পিড ও ভালো ভাইব ছিল, যা দর্শকরাও পাবেন।”

তিনি মনে করেন, দেশের সিনেমায় এখন ভালো কাজের ধারা তৈরি হয়েছে। “গত ঈদে ‘বরবাদ’, ‘জংলি’, ‘দাগি’ এবং ‘চক্কর’-এর সাফল্য প্রমাণ করে দিয়েছে যে, ভালো সিনেমা ব্যবসা করে। আমাদেরও আশাবাদ বাড়ছে।”

আদর আজাদের দৃঢ় বিশ্বাস, “সিনেমায় দুর্দিন আসেনি, আসবেও না। বাংলাদেশের মানুষের উৎসব উদযাপনের অংশ সিনেমা। যদি উৎসবে ভালো ছবি উপহার দেওয়া যায়, তাহলে সবাই লাভবান হবে। এই ধারাবাহিকতা শুধু ঈদ নয়, সারা বছর ধরে রাখতে হবে।”

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।