ফাইনালের দল ঘোষণা করল দক্ষিণ আফ্রিকাও

Featured Image
PC Timer Logo
Main Logo

প্রথমবারের মতো ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা। আগামী ১০ জুনের এই ফাইনালে প্রোটিয়াদের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেই ফাইনালকে সামনে রেখে ছয় পেসার নিয়ে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে তারা। যেখানে রাখা হয়েছে সম্প্রতি ডোপ টেস্টে পজিটিভ হয়ে এক মাস নিষিদ্ধ থাকা পেসার কাগিসো রাবাদাকেও।

টেম্বা বাভুমার কাঁধেই থাকছে নেতৃত্ব। চোট কাটিয়ে ফিরেছেন আরেক পেসার জেরাল্ড কোটজিয়া। করবিন বশ্চ, ভিয়ান মুলডার, লুঙ্গি এনগিদিরা আছেন পেস আক্রমণে। এর বাইরে এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, ত্রিস্তান স্টাবসের মতো পরিচিত মুখরাও আছেন ফাইনালের স্কোয়াডে।

দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহাম, করবিন বশ্চ, টনি ডি জর্জি, মার্কো ইয়ানসেন, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, সেনুরান মুথুস্বামী, লুঙ্গি এনগদি, ডেন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ত্রিস্তান স্টাবস ও কাইল ভেরেইনা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।