‘মানবিক করিডোর নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কা আছে’ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



মানবিক করিডোর নিয়ে জনগণ ও রাজনৈতিক দল অন্ধকারে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটিসদস্য হাফিজ উদ্দিন আহমদ। সেইসঙ্গে করিডোরের কারণে যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কাও প্রকাশ করেন তিনি। মঙ্গলবার (১৩ মে) জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠকে তিনি এমন শঙ্কার কথা জানান।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, কোন আগ্রাসনের সাথে জড়িত না হয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, এই দুর্বল সরকারের পেছনে জনগণ নেই। সেইসাথে রাজনৈতিক দলগুলো নির্বাচন চাইলেও সরকার এখনও নির্বাচনের পথে যায়নি বলেও অভিযোগ করেন তিনি।

অপরদিকে, গোলটেবিলে শেখ হাসিনা সরকারের ভারতের সাথে করা নদী চুক্তির কঠোর সমালোচনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, পরিবেশের ক্ষতি হবে জেনেও এমন চুক্তি করায় ভয়ংকর প্রাকৃতিক বিপর্যয়ে পড়েছে বাংলাদেশে।

  • মানবিক করিডোর
  • যুদ্ধ
  • শঙ্কা
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।