
গত ১৬ মাসে সৌদি আরব থেকে ৫ হাজার ৩৩ জন পাকিস্তানি ভিক্ষুককে দেশে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া, ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতসহ আরও পাঁচ দেশ থেকে ৩৬৩ জনকে আটক করে ফেরত পাঠানো হয়েছে।
গত বুধবার পাকিস্তানের জাতীয় পরিষদে এক প্রশ্নের লিখিত জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই তথ্য প্রকাশ করেন। পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সংসদ সদস্য সেহার কামরান পরিসংখ্যান জানতে চাইলে তিনি এ তথ্য দেন।
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত সৌদি আরব, ইরাক, মালয়েশিয়া, ওমান, কাতার এবং সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে মোট ৫ হাজার ৪০২ জন পাকিস্তানিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। ২০২৪ সালে ৪ হাজার ৮৫০ জন পাকিস্তানি নাগরিককে এই দেশগুলো থেকে ফেরত পাঠানো হয়েছে। আর এ বছর ৫৫২ জন পাকিস্তানে ফিরে এসেছেন।
পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডনের প্রতিবেদনে বলা হয়, এসব ভিক্ষুকের মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৭৯৫ জন পাকিস্তানের সিন্ধু প্রদেশের বাসিন্দা। এছাড়া পাঞ্জাবের ১ হাজার ৪৩৭ জন, খাইবার পাখতুনখোয়া্র ১ হাজার ২ জন, বেলুচিস্তানের ১২৫ জন, আজাদ কাশ্মীরের ৩৩ জন এবং ইসলামাবাদের ১০ জন বাসিন্দা রয়েছেন।