দুই বছরের বেশি সময় ধরে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সাদা পোশাকে মাঠে নামেননি তিনি। দিনের হিসাব করলে সেটা হবে ৮৩৬ দিন! দীর্ঘ এই সময় দলের বাইরে থাকা সেই রস্টন চেজই এখন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক! অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য চেজকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছে ক্যারিবিয়ানরা।
২০২৩ সালের মার্চে সবশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে টেস্ট খেলতে নেমেছিলেন চেজ। এরপর সাদা পোশাকে খেলার জন্য আর ডাক পাননি তিনি। ৩৩ বছর বয়সী এই অলরাউন্ডার হয়তো টেস্ট খেলার আশা ছেড়েই দিয়েছিলেন!
এই বছরের মার্চে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের অধিনায়কত্ব ছেড়েছিলেন কার্লোস ব্রাথওয়েট। নতুন অধিনায়ক ঘোষণা করতে দুই মাস সময় লাগিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
সবাইকে খানিকটা চমকে দিয়েই চেজকে নেতৃত্বের দায়িত্ব দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। সহ অধিনায়কের নামটাও বেশ চমক জাগানিয়া। চেজের ডেপুটি হিসেবে রাখা হয়েছে গত কয়েক ম্যাচে দুর্দান্ত পারফর্ম করা স্পিনার জোমেল ওয়ারিকানকে।
ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ সামাজিক মাধ্যমে জানায়, বোর্ড পরিচালকদের সর্বসম্মতিক্রমে নতুন অধিনায়ক ও সহ-অধিনায়ক মনোনীত করা হয়েছে। চেজ ও ওয়ারিকানকে বাছাই করা হয়েছে ৬ জনের একটি সংক্ষিপ্ত তালিকা থেকে। এই তালিকায় ছিলেন জন ক্যাম্পবেল, জশুয়া দা সিলভা, টেভিন ইমলাখ ও জাস্টিন গ্রেভস।
আগামী ২৫ জুন তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ। এই ম্যাচ দিয়েই শুরু হবে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের যাত্রা।