কেমন গেল মোস্তাফিজের আইপিএল?

Featured Image
PC Timer Logo
Main Logo

আইপিএলের মেগা নিলামে নাম দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। কিন্তু তাকে কিনতে আগ্রহ দেখায়নি দশ ফ্র্যাঞ্চাইজির কোনোটি। দুইদিন ব্যাপী সেই নিলামে অবিক্রিত থাকা মোস্তাফিজই দল পেলেন আচমকা। ভারত-পাকিস্তান সংঘাতে আইপিএল স্থগিত হওয়ার পর ফেরত আসেননি অনেক বিদেশি ক্রিকেটার। কপাল খুলে গেল মোস্তাফিজের। নিলামে ভিত্তিমূল্য ২ কোটি থাকলেও তাকে দিল্লি ক্যাপিটালস নিল ৬ কোটি রুপিতে।

সেই মোতাবেক বিসিবি থেকে ১৮ থেকে ২৫ মে পর্যন্ত অনাপত্তিপত্রও দেয়া হয় মোস্তাফিজকে। আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলে পরদিনই ভারতে দলের সাথে যোগ দেন এই বাঁহাতি পেসার। প্রথম ম্যাচউইকেট না পেলেও করেছেন ইকোনমিক্যাল বোলিং, দিয়েছেন মাত্র ২৪ রান

মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ৩০ রানে নেন এক উইকেট। আর গতকাল পাঞ্জাব কিংসের বিপক্ষে করেছেন এবারের আইপিএলে নিজের সেরা বোলিং। ৬ উইকেটে জেতা ম্যাচে ৩৩ রানে ৩ উইকেট নিয়েছেন তিনি। একইসাথে হয়েছেন আইপিএলে সর্বোচ্চ উইকেট নেয়া বাংলাদেশি বোলার

৭১ ম্যাচে ৬৩ উইকেট নিয়ে এতদিন আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারি বোলার ছিলেন সাকিব আল হাসান। গতকালের তিন উইকেটে ৬০ ম্যাচে মোস্তাফিজের শিকার ৬৫ উইকেট

এবারের আইপিএলে গতকাল শেষ হয়েছে দিল্লি ক্যাপিটালসের যাত্রা। শেষ হয়েছে মোস্তাফিজের এবারের পথচলাও। আইপিএল শেষে তার সামনে পাকিস্তান সিরিজ। ২৮ মে লাহোরে শুরু হচ্ছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।