ভারতীয় টেলিভিশন ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিস বস’। এরমধ্যে যার ১৮টি শো হয়ে গেছে। এই শো-এর বিপুল সংখ্যক দর্শক রয়েছে যারা প্রতি বছর শোয়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। আর এই ‘বিগ বস’ মানেই বিতর্কিত তারকাদের সমাহার। অনুষ্ঠানটির টিআরপি বেশি হওয়ার অন্যতম কারণ সালমান খান। তিনি তার হোস্টিং স্টাইল দিয়ে এটিকে আরও আকর্ষণীয় করে তোলেন। সালমান খানের সঞ্চালিত শোয়ের প্রতি মরশুমের প্রতিযোগীদের ঘিরেই আলাদা কৌতূহল থাকে দর্শকমহলে। এবার নাকি সংশ্লিষ্ট রিয়ালিটি শোয়ে যোগ দেওয়ার প্রস্তাব গেল বলিউড ইন্ডাস্ট্রির একসময়ের আলোচিত ও বিতর্কিত অভিনেত্রী মমতা কুলকার্নির কাছে। যিনি চলতি বছর জানুয়ারি মাসেই ভারতের হিন্দুতীর্থ প্রয়াগরাজের মহাকুম্ভে যোগ দিয়ে কিন্নর আখড়ায় সন্ন্যাসগ্রহণ করেছেন। পেয়েছিলেন সন্যাসীদের ‘মহামণ্ডলেশ্বর’ পদও।

এবার সেই বিতর্কিত নায়িকা তথা অভিনেত্রীর কাছেই নাকি ‘বিগ বস ১৯’-এ যোগ দেওয়ার প্রস্তাব গিয়েছে। যদিও এই বিষয়ে মমতা বা নির্মাতাদের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি। তবে ইন্ডাস্ট্রির অন্দরমহলে জল্পনা তুঙ্গে। উল্লেখ্য, সালমান খানের সঙ্গে করণ অর্জুন ছবিতে অভিনয় করেছিলেন মমতা। এই গুঞ্জন সত্যি হলে আবারও ‘বিগ বস’-এর মঞ্চে তিন দশক বাদে দেখা যাবে দুই তারকাকে।

ছবির থেকেও বেশি ছিল বিতর্কিত তার জীবন
উল্লেখ্য, ছবির থেকেও বেশি ছিল বিতর্কিত তার জীবন। নব্বইয়ের দশকে তিনি যখন তার কেরিয়ারের শীর্ষে সেসময় আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সঙ্গে তার নাম জড়িয়েছিল। শুধু তাই নয়, মাদক মামলাতেও তার নাম আলোচিত হয়েছিল। শোনা গিয়েছিল মাদক ব্যবসায়ী মমতা ভিকি গোস্বামীকে বিয়ে করেছেন, যদিও এই বিয়ের খবর তিনি পরে অস্বীকার করেছেন। তবে ‘বিগ বস’-এ জীবনের নতুন অধ্যায় শুরু করে সালমান-শাহরুখ-আমির খানের একসময়কার অভিনেত্রী যতই আবেগপ্রবণ হোন না কেন, তাকে ঘিরে বিতর্কের রেশ এখনও বহাল!