রূপসী এর সমার্থক শব্দ

Featured Image
PC Timer Logo
Main Logo

রূপসী এর সমার্থক শব্দ – আজকের পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাদের জন্য, যারা রূপসী এর সমার্থক শব্দ জানতে চেয়েছেন। অনেক শিক্ষার্থী আছেন যারা রূপসী এর সম্মানিত শব্দ খুঁজে বেড়াচ্ছেন। এছাড়া অনেকে অনলাইনে রূপসী এর সমার্থক শব্দ খুঁজছেন, তাদের উদ্দেশ্যে পোস্টটি তৈরি করা হয়েছে সুতরাং সম্পূর্ণ পোস্টটি করতে থাকুন।

এই পোস্টের মাধ্যমে জানতে পারবো রূপসী এর সকল প্রকার সমার্থক শব্দ। রূপসীর সমার্থক শব্দ অনেক রকমের হয়ে থাকে। অনেকগুলো সামর্থক শব্দ রয়েছে, অনেকে আবার মেয়েদের নাম রাখে রূপসী।

তাহলে বুঝতে পারছেন রূপসী এর নাম বা সামর্থক শব্দ কি হতে পারে। রূপসী বলতে রূপকে বোঝায়। সেটি মেয়ে অথবা ছেলে হোক, তবে বিশেষ করে মেয়েদেরকে রূপসী বলা হয়।

এছাড়াও ছেলেরা অনেক রূপবতী, সুন্দর হয়ে থাকে। রূপসী যার রূপের নেই শেষ, যেটা রূপবতী, সুন্দর, সুদর্শন, এবং মধুময় হয়ে থাকে।

রূপসী এর সমার্থক শব্দ
রূপসী এর সমার্থক শব্দ

 

রূপসী এর সমার্থক শব্দ

রূপসী, রূপীয়সী   /বিশেষণ পদ/ স্ত্রীলিঙ্গ, রূপবতী, সুন্দরী।

রূপসী-  রূপবতী, সুন্দরী।

তাহলে বলা যায় রূপ সে সামর্থক শব্দ হলে সুন্দর, রূপবতী, সুদর্শন ইত্যাদি।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।