কেশবপুরের সাবেক পৌরমেয়রকে মারধর – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামের বাড়িতে গিয়ে তাঁকে ধাওয়া করে পিটুনি দিয়েছে স্থানীয় লোকজন। পরে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে গেছে পুলিশ। বুধবার বেলা ৩টার দিকে পৌরসভার ভোগতীনরেন্দ্রপুর মোড়লপাড়া (ভবানীপুর) থেকে রফিকুলকে উদ্ধার করে থানায় নেওয়া হয়। তাঁকে মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে পুলিশ জানিয়েছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রফিকুল তাঁর বাড়ি ভোগতীনরেন্দ্রপুর মোড়লপাড়ায় আত্মগোপনে ছিলেন। আজ দুপুরের দিকে ওই এলাকা কিছু যুবক ঘিরে রাখেন। বিষয়টি বুঝতে পেরে রফিকুল একই এলাকার আরিফুর রহমান মিলনের বাড়িতে আশ্রয় নেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ‘জনগণ তাকে (রফিকুল) ঘিরে রাখে। সেখান থেকে তাঁকে উদ্ধার করে থানায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে। ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।’

প্রসঙ্গত, রফিকুল ইসলাম ২০১৫ সালের ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকা প্রতীক নিয়ে প্রথমবার মেয়র নির্বাচিত হন। পরে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি নৌকা প্রতীকে ফের মেয়র পদে জয়ী হন।

  • কেশবপুর
  • মারধর
  • সাবেক পৌরমেয়র
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।