শাহবাগে অস্ত্র ঠেকিয়ে আড়াই ‎লাখ টাকা ছিনতাই ‎ – BanglaNewsBDHub.com |

Featured Image
PC Timer Logo
Main Logo



‎রাজধানীর শাহবাগে অস্ত্র ঠেকিয়ে এক ব্যক্তির কাছ থেকে আড়াই লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার (২ জুলাই) দুপুরে রাজধানীর শাহবাগের শহীদ মিনার ও দোয়েল চত্বরের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী মানিক মিয়া শাহবাগ থানায় একটি অভিযোগ করেছেন।

‎ভুক্তভোগীর শ্যালক শাহ আলম বলেন, ‘আমার দুলাভাই ঠিকাদারির পাশাপাশি ডলার কেনাবেচাও করেন। আজ বিকেল ৩টার দিকে মতিঝিল থেকে টাকা নিয়ে ফেরার সময় ৩-৪ জন রিকশার গতিরোধ করে, অস্ত্র ঠেকিয়ে আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয়। তারা দ্রুত স্থান ত্যাগ করতে বলে, না করলে মেরে ফেলার হুমকি দেয়।’

‎এই ঘটনায় পরে শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ওই ভুক্তভোগী। অভিযোগের বিষয়টি নিশ্চিত করে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর বলেন, ‘ভুক্তভোগীর কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। এখনও মামলা হয়নি। আমরা বিষয়টি নিয়ে কাজ করছি। আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’ ‎

  • অস্ত্র
  • ছিনতাই
  • টাকা
  • শাহবাগ
  • মন্তব্য করুন

    আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।